ট্রান্সওশানের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করেছে বিপি
মেক্সিকো উপসাগরে তেলক্ষেত্রে বিস্ফোরণের ঘটনায় তেল রিগের পরিচালনা প্রতিষ্ঠান ট্রান্সওশানের বিরুদ্ধে চার হাজার কোটি ডলার ক্ষতিপূরণের মামলা করেছে ব্রিটিশ পেট্রোলিয়াম (বিপি)। দুর্ঘটনার এক বছর পর বিপি এই মামলা করল।
গত বুধবার নিউ অরলিন্সের কেন্দ্রীয় আদালতে দায়ের করা এই মামলায় অভিযোগ করা হয়েছে, ট্রান্সওশানের নিরাপত্তা-ব্যবস্থার ব্যর্থতার কারণে ওই দুর্ঘটনা ঘটে। একই সঙ্গে রিগ থেকে তেল ছড়িয়ে পড়া প্রতিরোধ করতে যে যন্ত্র ছিল, তা কাজ করেনি অভিযোগ করে ওই যন্ত্রের নির্মাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বিপি। ওই যন্ত্র অর্থাৎ ব্লোআউট প্রিভেন্টর (বিপি) ছিল ক্যামেরন ইন্টারন্যাশনালের তৈরি।
ট্রান্সওশানের পরিচালনাধীন ডিপওয়াটার হরিজন রিগে বিস্ফোরণ ঘটে গত বছরের ২০ এপ্রিল। এরপর মেক্সিকো উপসাগরে ছড়িয়ে পড়ে প্রচুর পরিমাণ তেল।
গত বুধবার নিউ অরলিন্সের কেন্দ্রীয় আদালতে দায়ের করা এই মামলায় অভিযোগ করা হয়েছে, ট্রান্সওশানের নিরাপত্তা-ব্যবস্থার ব্যর্থতার কারণে ওই দুর্ঘটনা ঘটে। একই সঙ্গে রিগ থেকে তেল ছড়িয়ে পড়া প্রতিরোধ করতে যে যন্ত্র ছিল, তা কাজ করেনি অভিযোগ করে ওই যন্ত্রের নির্মাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বিপি। ওই যন্ত্র অর্থাৎ ব্লোআউট প্রিভেন্টর (বিপি) ছিল ক্যামেরন ইন্টারন্যাশনালের তৈরি।
ট্রান্সওশানের পরিচালনাধীন ডিপওয়াটার হরিজন রিগে বিস্ফোরণ ঘটে গত বছরের ২০ এপ্রিল। এরপর মেক্সিকো উপসাগরে ছড়িয়ে পড়ে প্রচুর পরিমাণ তেল।
No comments