ভারতে বিদ্যালয় ভবন ধসে ১৭ শিশু নিহত
ভারতের উত্তরাখন্ডে ভারী বৃষ্টিপাতে গতকাল বুধবার একটি বিদ্যালয়ের ভবন ধসে ১৭ শিশু নিহত হয়েছে। ছয়টি শিশুকে উদ্ধার করা গেলেও ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক শিশুসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী আটকা পড়ে আছেন। একজন দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা এ কথা জানান।
উত্তরাখন্ডের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান পিউস রাউতেলা বলেন, ‘আমরা ১৭টি শিশুর মৃতদেহ উদ্ধার করতে পেরেছি। এখন আটকে পড়া অন্যদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।’
কর্মকর্তারা জানান, উত্তরাখন্ডের প্রত্যন্ত সুমঘর গ্রামের ওই স্কুল ভবন ধসের ঘটনায় উদ্ধার অভিযান চলছে। গত সপ্তাহ থেকে ভারী বর্ষণ অব্যাহত থাকায় সেখানকার মানুষের জীবনে দুর্ভোগ নেমে এসেছে।
উত্তরাখন্ডের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান পিউস রাউতেলা বলেন, ‘আমরা ১৭টি শিশুর মৃতদেহ উদ্ধার করতে পেরেছি। এখন আটকে পড়া অন্যদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।’
কর্মকর্তারা জানান, উত্তরাখন্ডের প্রত্যন্ত সুমঘর গ্রামের ওই স্কুল ভবন ধসের ঘটনায় উদ্ধার অভিযান চলছে। গত সপ্তাহ থেকে ভারী বর্ষণ অব্যাহত থাকায় সেখানকার মানুষের জীবনে দুর্ভোগ নেমে এসেছে।
No comments