ক্রিকেট চলবে না
বিশ্বকাপ ফুটবলের স্টেডিয়ামগুলো যাতে ‘শ্বেতহস্তী’ না হয়ে ওঠে, সে জন্য চেষ্টার কমতি নেই দক্ষিণ আফ্রিকা সরকারের। ক্রিকেট দক্ষিণ আফ্রিকাকে (সিএসএ) সরকারের ক্রীড়াবিষয়ক কমিটি প্রস্তাব দিয়েছিল, কয়েকটি স্টেডিয়াম ব্যবহার করার জন্য। সিএসএ প্রস্তাবটাকে সুযোগ হিসেবেই নিয়েছিল। কারণ এর মধ্যে অন্তত তিনটি ভেন্যু—পোলকওয়ানে, রাস্টেনবার্গ ও নেলসপ্রুইটে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার সুযোগ পাচ্ছিল তারা। কিন্তু ব্যাটে-বলে হলো না। সিএসএর প্রধান নির্বাহী জেরার্ড মাজোলা বলছেন, বিশ্বকাপের বেশির ভাগ স্টেডিয়ামই ক্রিকেট মাঠের চেয়ে আকারে ছোট। তার পরও ডারবানের মোজেস মাভিদা স্টেডিয়ামে আগামী জানুয়ারি মাসে ভারতের বিপক্ষে একটি টি-টোয়েন্টি খেলবে দক্ষিণ আফ্রিকা। এটা করতে গিয়েও সিএসএকে আইসিসির কাছ থেকে বিশেষ অনুমতি নিতে হয়েছে। কারণ উইকেটের আড়াআড়ি দিকে এই মাঠটিও ২২ মিটার ছোট!
No comments