আর্চারিতে আশা ধরে রেখেছেন ইমদাদুল
গত বছর নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে যুব অলিম্পিকের বাছাইপর্বে সোনা জিতেছিলেন। সরাসরি যুব অলিম্পিকে খেলার সুযোগ পাওয়া ইমদাদুল হক (মিলন) সিঙ্গাপুরে যাওয়ার আগে ব্যক্ত করে গেছেন সোনা জয়ের প্রত্যাশা। সেই লক্ষ্যপূরণের প্রথম সিঁড়ি পেরোলেন কাল। পুরুষ এককের এলিমিনেশন রাউন্ড পেরিয়ে উঠে গেলেন কোয়ার্টার ফাইনালে। এই রাউন্ডে তিনি ৬-২ পয়েন্টে হারিয়েছেন কানাডার টিমন পার্ককে।
চার সেটে ইমদাদুলের স্কোর (৯+৯+৯), (১০+৯+৯), (১০+৯+৯), (৯+৯+৯)। সব মিলিয়ে ১১০। বিপরীতে ১০৫ স্কোর করেন পার্ক। ৩২ জনের মধ্যে ইমদাদুল হয়েছেন ১২তম। মিশ্র দ্বৈতেও ভালো ফলাফল করেছে বাংলাদেশ। বিউটি রায়ের সঙ্গে জুটি গড়া ইমদাদুল এখানেও উঠে গেছেন কোয়ার্টার ফাইনালে। তবে মেয়েদের এককে হেরে গেছেন বিউটি রায়। এলিমিনেশন রাউন্ডে মেক্সিকোর মারিয়ানা আভিতিয়ার কাছে হেরে ৩২ জনের মধ্যে ২৯তম হয়েছেন তিনি।
আগের দিন হিটেই বাদ পড়েছিলেন বাংলাদেশের সাঁতারুরা। তবে কাল ছেলেদের ৫০ মিটার বাটারফ্লাইয়ে সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিলেন জুয়েল আহমেদ। নিজের এই ইভেন্টে ২৮.১৯ সেকেন্ড সময় নিয়ে ৮ জনের মধ্যে হয়েছেন সপ্তম।
চার সেটে ইমদাদুলের স্কোর (৯+৯+৯), (১০+৯+৯), (১০+৯+৯), (৯+৯+৯)। সব মিলিয়ে ১১০। বিপরীতে ১০৫ স্কোর করেন পার্ক। ৩২ জনের মধ্যে ইমদাদুল হয়েছেন ১২তম। মিশ্র দ্বৈতেও ভালো ফলাফল করেছে বাংলাদেশ। বিউটি রায়ের সঙ্গে জুটি গড়া ইমদাদুল এখানেও উঠে গেছেন কোয়ার্টার ফাইনালে। তবে মেয়েদের এককে হেরে গেছেন বিউটি রায়। এলিমিনেশন রাউন্ডে মেক্সিকোর মারিয়ানা আভিতিয়ার কাছে হেরে ৩২ জনের মধ্যে ২৯তম হয়েছেন তিনি।
আগের দিন হিটেই বাদ পড়েছিলেন বাংলাদেশের সাঁতারুরা। তবে কাল ছেলেদের ৫০ মিটার বাটারফ্লাইয়ে সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিলেন জুয়েল আহমেদ। নিজের এই ইভেন্টে ২৮.১৯ সেকেন্ড সময় নিয়ে ৮ জনের মধ্যে হয়েছেন সপ্তম।
No comments