যুক্তরাষ্ট্রের ২০০ শীর্ষ কর্মকর্তা চীন-মার্কিন সংলাপে যোগ দেবেন
ওয়াশিংটনের পর এবার বেইজিংয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে চীন-মার্কিন দ্বিপক্ষীয় সংলাপ। আগামী ২৩ ও ২৪ মে দুই দিনব্যাপী এই সংলাপে যুক্তরাষ্ট্রের পক্ষে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও অর্থমন্ত্রী টিমোথি গেইথনারের নেতৃত্বে অন্তত ২০০ শীর্ষ কর্মকর্তা যোগ দেবেন।
দ্বিতীয় কৌশলগত ও অর্থনৈতিক এই সংলাপে যোগ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের এত বেশি সংখ্যক কর্মকর্তা এই প্রথমবারের মতো একসঙ্গে চীন সফর করছেন। যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী কার্ট ক্যাম্পবেল গত বুধবার এ তথ্য জানিয়েছেন।
এর আগে গত বছর ওয়াশিংটনে দেশ দুটির শীর্ষ কর্মকর্তাদের মধ্যে এ ধরনের সংলাপ হয়েছিল।
দ্বিতীয় কৌশলগত ও অর্থনৈতিক এই সংলাপে যোগ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের এত বেশি সংখ্যক কর্মকর্তা এই প্রথমবারের মতো একসঙ্গে চীন সফর করছেন। যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী কার্ট ক্যাম্পবেল গত বুধবার এ তথ্য জানিয়েছেন।
এর আগে গত বছর ওয়াশিংটনে দেশ দুটির শীর্ষ কর্মকর্তাদের মধ্যে এ ধরনের সংলাপ হয়েছিল।
No comments