এটিএমের উদ্ভাবক জন শেফার্ডের জীবনাবসান
অটোমেটেড টেলার মেশিনের (এটিএম) উদ্ভাবক জন শেফার্ড-ব্যারন ১৫ মে মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্যভিত্তিক পত্রিকা ডেইলি এক্সপ্রেস এ কথা জানায়। চিকিৎসাধীন অবস্থায় ৮৪ বছর বয়সে যুক্তরাজ্যের ইনভারনেস শহরের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
ব্যাংকিং খাতে টাকা-পয়সা তোলার ক্ষেত্রে এটিএমের ধারণা প্রথম জন শেফার্ড-ব্যারনের ভাবনাতেই আসে। যন্ত্র থেকে নগদ অর্থ তোলার জন্য চার অঙ্কের একটি পিন কোড ব্যবহারের চিন্তাও তাঁর ধারণাপ্রসূত। চকলেট ভেন্ডিং মেশিন (চকলেট বিক্রি করার স্বয়ংক্রিয় যন্ত্র) দেখেই এটিএম তৈরি করার কথা ভাবেন শেফার্ড-ব্যারন। ১৯৬৭ সালের ২৭ জুন বার্কলেস ব্যাংকের লন্ডনের এনফিল্ড শাখায় প্রথম এটিএম স্থাপন করা হয়।
স্কটিশ বিজ্ঞানী জন শেফার্ড-ব্যারন ১৯২৫ সালে ভারতের শিলংয়ে জন্ম নেন। তিনি ইউনিভার্সিটি অব এডিনবার্গ ও ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ থেকে শিক্ষা গ্রহণ করেন। তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন। ২০০৭ সালে আমেরিকায় এটিএম ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাঁকে আজীবন সম্মাননা দেওয়া হয়।
ব্যাংকিং খাতে টাকা-পয়সা তোলার ক্ষেত্রে এটিএমের ধারণা প্রথম জন শেফার্ড-ব্যারনের ভাবনাতেই আসে। যন্ত্র থেকে নগদ অর্থ তোলার জন্য চার অঙ্কের একটি পিন কোড ব্যবহারের চিন্তাও তাঁর ধারণাপ্রসূত। চকলেট ভেন্ডিং মেশিন (চকলেট বিক্রি করার স্বয়ংক্রিয় যন্ত্র) দেখেই এটিএম তৈরি করার কথা ভাবেন শেফার্ড-ব্যারন। ১৯৬৭ সালের ২৭ জুন বার্কলেস ব্যাংকের লন্ডনের এনফিল্ড শাখায় প্রথম এটিএম স্থাপন করা হয়।
স্কটিশ বিজ্ঞানী জন শেফার্ড-ব্যারন ১৯২৫ সালে ভারতের শিলংয়ে জন্ম নেন। তিনি ইউনিভার্সিটি অব এডিনবার্গ ও ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ থেকে শিক্ষা গ্রহণ করেন। তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন। ২০০৭ সালে আমেরিকায় এটিএম ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাঁকে আজীবন সম্মাননা দেওয়া হয়।
No comments