ত্রিভুবন বিমানবন্দর সংস্কার : ৬ বছরে ২০% কাজ হয়েছে
পাহাড়
ঘেরা নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরটি কাঠমান্ডু
উপত্যকায় এবং শহরের কেন্দ্র থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে। গত সোমবার এই
বিমানবন্দরে বিধ্বস্ত হয়েছে ইউএস-বাংলার ফ্লাইটটি। একের পর এক বিমান
দুর্ঘটনার কারণে এ বিমানবন্দরটির নিরাপত্তা নিয়ে প্রায় শ'ই আলোচনা হয়।
বিশ্লেষকরা বলছেন, নেপালে বিমান চলাচল কর্তৃপক্ষও নিরাপত্তা নিশ্চিত করতে
ব্যর্থ হওয়ার অভিযোগে বিভিন্ন সময়ে তাদের সমালোচনা হয়েছে। নেপালের সিভিল
এভিয়েশন কর্তৃপক্ষ এখন বলছে ছয় বছর আগে ন্যাশনাল প্রাইড নামে যে
প্রকল্পের আওতায় বিমানবন্দরের পরিসর বাড়ানোর কাজ শুরু হয়েছিল সেটা
দায়িত্বপ্রাপ্ত কোম্পানির অবহেলার কারণে সম্পূর্ণ হয়নি। স্প্যানিশ একটি
কোম্পানি সানহাআস কন্সট্রাক্টরের সাথে তিন মাস আগেই চুক্তি বাতিল করে
নেপালের সরকার। ওই কোম্পানি ছয় বছরে মাত্র ২০% কাজ সম্পন্ন করতে পেরেছে।
কিন্তু এসব তথ্য এতদিন প্রকাশ্যে আসেনি। এখন দেশটির বেসামরিক বিমান চলাচল
কর্তৃপক্ষ বলছে, বন্দরের চারটি অংশে তারা সংস্কারের কাজ করবে এবং ভিন্ন
একটা কোম্পানির সাথে কাজ শুরু করে দিয়েছে তারা।
এভিয়েশন অথরিটির
মহাপরিচালক সানজিভ গৌতম বিবিসিকে বলেছেন, চীনা একটা কোম্পানি তিন মিটার
দৈর্ঘ্য ট্যানেল, টার্মিনাল ভবন, টার্মিনাল ভবনের অবকাঠামো নির্মাণের কাজ
করছে। তিনি বলেছেন, "এনক্লাসি ভবন এবং টার্মিনাল বিল্ডিং এর কাজ ইতিমধ্যে
শুরু হয়ে গেছে"। এবং এই সব কাজ ২০১৯ সালের মধ্যে শেষ হবে বলে তিনি জানান।
২০১২ সালে ত্রিভুবন বিমানবন্দরের পরিসর বাড়ানোর জন্য যে প্রকল্প নেয়া হয়
সেটাতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ছয় বিলিয়ন রুপি সহায়তা করেছে। মূল
পরিকল্পনায় এয়ারক্রাফট পার্কিংয়ের জন্য আরো ১৩টা স্থান বাড়ানোর প্রস্তাব
রয়েছে। নেপাল থেকে বিবিসির সংবাদদাতা বলছেন, বিমানবন্দরটিতে প্রথমবারের
মতো আন্তর্জাতিক কোনো বিমান অবতরণের পর থেকে এ পর্যন্ত ৭০টিরও বেশি
দুর্ঘটনা ঘটেছে। বলা হচ্ছে, এসব দুর্ঘটনায় ৬৫০ জনেরও বেশি মানুষ নিহত
হয়েছেন। বিমানের পাশাপাশি সেখানে হেলিকপ্টারও বিধ্বস্ত হয়েছে। আর সর্বশেষ
দুর্ঘটনার শিকার হলো ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমানটি। এতে ৫০ জন নিহত
হয়েছেন।
No comments