ঢাকায় কেট, যাচ্ছেন রোহিঙ্গা ক্যাম্পে
চার
দিনের সফরে এখন ঢাকায় বিশ্বের খ্যাতিমান ‘অ্যাক্টরস গিল্ড’ ও ‘গোল্ডেন
গ্লোব’ জয়ী অভিনেত্রী ক্যাথরিন এলিস ব্লানচেট (কেট ব্লানচেট)। বর্মীদের
বর্বর নির্যাতনে রাখাইন থেকে বলপূর্বক বাস্তুচ্যুত ১০ লাখ রোহিঙ্গার
দুঃখ-দুর্দশা দেখতে এসেছেন তিনি। বিশ্বব্যাপী আশ্রিত শরণার্থীদের বিষয়ে সরব
কণ্ঠ ৪৮ বছর বয়সী অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত এই অভিনেত্রী। তিনি জাতিসংঘের
শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর শুভেচ্ছা দূত হিসেবে দুনিয়ার দেশে দেশে
বাস্তুচ্যুত লোকজনের জন্য কাজ করেন। বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা বলছেন,
কেট ব্লানচেটের বাংলাদেশ সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি এখানে বেশ ক’দিন
কাটাবেন। এর মধ্যে বর্মী গণহত্যা, গণধর্ষণের সাক্ষী নারী-পুরুষদের সঙ্গে
সরাসরি কথা বলবেন। রোহিঙ্গা ক্যাম্পেই বেশি সময় কাটাবেন তিনি। কালই তিনি
কক্সবাজার যাচ্ছেন। রোহিঙ্গা সমপ্রদায়কে সমূলে বিনাশ করতে বর্মীরা যে
বর্বরতার আশ্রয় নিচ্ছে তার বিরুদ্ধে বিশ্বব্যাপী জনমত সৃষ্টিতে কেটের
বাংলাদেশ সফর বাড়তি উপাদান যুক্ত করবে বলে আশা করছে ঢাকা। উল্লেখ্য, কেট
ব্লানচেট তার অভিনয় প্রতিভার জন্য হরেক রকম বৈশ্বিক পুরস্কার পেয়েছেন। যার
অন্যতম দুইবার করে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড, গোল্ডেন গ্লোব, বাফটা
পুরস্কার, এবং দুইবার একাডেমি পুরস্কার সেই সঙ্গে তিনি ৬৪তম ভেনিস
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভলপি কাপ খেতাবে ভূষিত হয়েছেন। শেখর কাপুর
পরিচালিত ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র এলিজাবেথ-এ অভিনয় করে কেট
ব্লানচেট আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক শোরগোল তুলেন। সেখানে তিনি ইংল্যান্ডের
রানী প্রথম এলিজাবেথের চরিত্রে অভিনয় করেছিলেন। সেই সঙ্গে পিটার জ্যাকসন
পরিচালিত দ্য লর্ড অব দ্য রিংস চলচ্চিত্র ত্রয়ীতে এলফের রানী
গ্যালাড্রিয়েল, ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য কিংডম অফ ক্রিস্টাল স্কাল
চলচ্চিত্রে কর্নেল-ডাক্তার ইরিনা স্পালকো, এবং মার্টিন স্কোরসেজির পরিচালিত
দি অ্যাভিয়েটর-এর ক্যাথরিন হেপবার্ন-এর ভূমিকায় অভিনয় করার জন্যও
বিশেষভাবে পরিচিত। ইউনিভার্সিটি অফ মেলবোর্ন-এ অর্থনীতি ও চারুকলা বিষয়ে
উচ্চশিক্ষা গ্রহণকারী কেট ১৭ই মার্চ ঢাকা ছেড়ে যাবেন।
No comments