এক মাসের অভিযান শেষে ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামী আহমাদ নাসর জারারকে হত্যা করেছে ইহুুদিবাদী ইসরাইলি বাহিনী। আজ (মঙ্গলবার) দখলদারেরা অধিকৃত পশ্চিম তীরের জেনিনের অদূরে ইয়ামুন গ্রামে ঢুকে তাকে হত্যা করে। তিনি পশ্চিম তীরের 'সিংহ' নামে পরিচিত ছিলেন। গত ৯ জানুয়ারি পশ্চিম তীরে একজন ইহুদি ধর্মযাজককে হত্যার সঙ্গে আহমাদ নাসর জারার জড়িত ছিলেন বলে ইহুদিবাদী ইসরাইল অভিযোগ করে আসছে। ইসরাইলি সেনাবাহিনী বলেছে, ইয়ামুন গ্রামের একটি বাড়িতে আহমাদ জারার অবস্থান করছিলেন। বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তাকে হত্যা করা হয়। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন ইসলামি জিহাদ বলেছে, আজকের শহীদ আহমাদ নাসর জারার ছিলেন ইসলামি প্রতিরোধ আন্দোলনের প্রকৃত আদর্শ। ফিলিস্তিনিরা ওই শহীদের পথ ধরে অধিকার আদায়ের সংগ্রাম এগিয়ে নিয়ে যাবেন। সংগঠনটির গণমাধ্যম বিষয়ক কর্মকর্তা দাউদ শাহাব বলেছেন, আহমাদ জারারের পথ ধরেই বিজয় ছিনিয়ে আনবে ফিলিস্তিনের জনগণ। শহীদ জারার ফিলিস্তিনের ইসরামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদিন কাস্সাম ব্রিগেডের একজন পদস্থ কমান্ডারের ছেলে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণার পর নতুন করে ইন্তিফাদা শুরু হয়েছে। নতুন ইন্তিফাদা শুরুর পর এ পর্যন্ত অন্তত ২০ ফিলিস্তিনি শহীদ ও হাজার হাজার সংগ্রামী আহত হয়েছেন। |
No comments