গনিকে টপকে প্রেসিডেন্ট হতে চান বন্ধু নুর
উত্তরের
বাদশাহ দাবি করছেন নিজেকে। বাসভবনের ‘দরবার’ কক্ষে বড় করে টাঙিয়েছেন বন্ধু
প্রেসিডেন্ট আশরাফ গনির হাস্যোজ্জ্বল ছবি। তার ঠিক উল্টো দিকেই বসিয়েছেন
নিজের ডাকসাইটে সিংহাসন। একটু পরপরই বন্ধুর চোখের দিকে তাকিয়ে মিটিমিটি
হাসেন। বন্ধুকে দেখিয়ে দেখিয়ে পায়ের ওপর পা তুলে চালাচ্ছেন উত্তরের
শাসনব্যবস্থা। ভাবটা এমন- ‘আজ উত্তর চালাচ্ছি, কাল গোটা আফগানিস্তান। আজ
গভর্নর আছি। কাল আমিই প্রেসিডেন্ট হব।’ আতা মোহাম্মদ নুর। বাল্ক প্রদেশের
গভর্নর। গত বছর ব্যক্তিগত রেষারেষির জেরে গনির দল থেকে বহিষ্কার হওয়ার পর
থেকেই নুরের চলনে-বলনে ‘ভবিষ্যতের প্রেসিডেন্ট’ ভঙ্গিটা আলোচনায় চলে এসেছে।
চোখ রাঙিয়ে যাচ্ছেন মার্কিন সমর্থিত প্রেসিডেন্টের ওপর।
গত সপ্তাহে চার
চারটি জঙ্গি হামলার পর অনেকটাই চুপসে গেছেন গনি। গণরোষের তোপে পড়ে কোণঠাসা
হয়ে পড়েছে তার সরকার। আফগানদের বিশ্বাস, গনি সরকারের ব্যর্থতার কারণেই
তালেবানরা শক্তিশালী হয়ে উঠেছে। বারবার হামলা হচ্ছে। নিরীহ মানুষের প্রাণ
যাচ্ছে। মোটকথা সরকারের ওপর থেকে জনগণের আস্থা-বিশ্বাস শূন্যে এসে ঠেকেছে।
পুরনো বন্ধুর এই দুঃসময়ে ‘ঝোপ বুঝে কোপ’ বসাচ্ছেন নুর। দরজায় দরজায় কড়া
নেড়ে জানানোর মতোই আগামী দিনের প্রেসিডেন্ট প্রমাণের ‘মহড়া’ চালাচ্ছেন
তিনি। একটার পর একটা গণমাধ্যমে নিজেকে সৎ ও যোগ্য দাবি করছেন। বলছেন, সরকার
জনগণের জানমাল পুরোপুরি ব্যর্থ হয়েছে। কিন্তু আমি জনগণের নিরাপত্তা রক্ষায়
প্রতিজ্ঞাবদ্ধ। সরকার আমাকে সে সুযোগ দিচ্ছে না। জনগণ থেকে আলাদা করে দিতে
চাচ্ছে। তারা আমাকে ২০১৯ সালের নির্বাচনে বড় ধরনের হুমকি বলে মনে করছে।
এএফপি
No comments