জেরুসালেমে 'ট্রাম্প স্টেশন' বানাবে ইসরাইল


জেরুসালেমের পুরনো শহরের নিচে একটি রেলওয়ে টানেল তৈরির পরিকল্পনা করছে ইসরাইল এবং তার অংশ হিসাবে পশ্চিম দেয়ালের কাছে একটি স্টেশন তৈরি করা হবে, যার নাম হবে ট্রাম্প স্টেশন। ইসরাইলের পরিবহন মন্ত্রী ইয়াসরেয়েল কাটজ বলছেন, জেরুসালেমকে ইসরাইলের রাজধানী হিসাবে স্বীকৃতি দেয়ায় মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাতেই তার এই পরিকল্পনা। এ মাসের শুরুর দিকে জেরুসালেমকে ইসরাইলের রাজধানী হিসাবে স্বীকৃতি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা সারা বিশ্বে নিন্দার ঝড় তৈরি করে।
জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে এরকম কোনো স্বীকৃতি অকার্যকর ও বাতিলযোগ্য বলে একটি প্রস্তাবও গ্রহণ করা হয়। ইসরাইল বলছে, তেল আবিবের সাথে জেরুসালেমের সংযোগ ঘটাতে দ্রুতগতির ট্রেন চলাচলের বর্ধিত অংশ হিসাবেই এই নতুন রেলওয়ে টানেলটি তৈরির পরিকল্পনা করা হচ্ছে। এর আগে যখন হারাম আল শরিফ এবং পশ্চিম দেয়ালের নিচে খনন কাজ করে ইসরাইল, সেই ঘটনা ফিলিস্তিনিদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি করে। টানেল তৈরির এই পরিকল্পনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ইউনেস্কো। জেরুসালেমের পুরনো শহরটি বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে স্বীকৃতি দিয়েছে সংস্থাটি।
সূত্র : বিবিসি

No comments

Powered by Blogger.