মা-ভাইয়ের কাছ থেকে কিশোরীকে ছিনিয়ে নেয়ার চেষ্টা
সুনামগঞ্জের
তাহিরপুরে মা ও ভাইয়ের কাছ থেকে এক কিশোরীকে অপহরণচেষ্টার অভিযোগ উঠেছে। এ
ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে সুনামগঞ্জ শহরতলির
আবদুর জহুর সেতুর ওপর এ ঘটনা ঘটে। আটক দুই যুবক হলেন—উপজেলার টেকেরঘাট
গ্রামের সাইফুল ইসলাম ও সুনামগঞ্জ শহরের নবীনগরের বাপ্পী রায়। পুলিশ জানায়,
ওই কিশোরীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল একই এলাকার লাকমা গ্রামের
ইমরান মিয়া। এ কারণে ওই কিশোরীকে গতকাল সিলেটে পাঠিয়ে দিচ্ছিল তার পরিবার।
খবর পেয়ে ইমরান মোটরসাইকেল নিয়ে সুনামগঞ্জ সদর উপজেলার আবদুর জহুর সেতুর
ওপরে গাড়ি থেকে জোর করে ওই কিশোরীকে নামিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় ওই
কিশোরীর মা ও ভাইকে মারধর করে তারা। তখন ওই কিশোরীর চিৎকার শুনে ট্রাফিক
পুলিশ ও স্থানীয় লোকজন এগিয়ে গেলে ইমরান ও তার সহযোগীরা পালানোর চেষ্টা
করে। ঘটনাস্থল থেকেই দুই যুবককে আটক করা হয়। এ বিষয়ে সুনামগঞ্জ সদর থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল্লাহ জানান, ইমরান ওই কিশোরীকে এর আগেও
একবার অপহরণ করেছিল বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক
করা হয়েছে। বখাটে ইমরান মিয়াকে ধরতে অভিযান চলছে।
No comments