খেলার ছলে পড়ে থাকা কামানের গোলায় ৬ শিশুর মর্মান্তিক মৃত্যু
আফগানিস্তানের
উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে এক বিস্ফোরণে ছয় শিশু নিহত হয়েছে। তাদের বয়স ছয়
বছর থেকে ১২ বছর। বৃহস্পতিবার স্থানীয় এক কর্মকর্তা একথা জানিয়েছেন। জেলা
প্রশাসনিক প্রধান কারিম বে বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, ‘বুধবার সন্ধ্যায়
দৌলত আবাদ জেলার একটি স্কুলের কাছে একদল শিশু খেলা করছিল। এ সময় এক শিশু
পরিত্যক্ত একটি কামানের গোলার ওপর আছাড় খায়। এতে গোলাটি বিস্ফোরিত হয়ে
নিষ্পাপ শিশুগুলো মারা যায়। এখনো পর্যন্ত এ ঘটনার দায় কেউ স্বীকার করেনি।
তবে কারিম দাবি করেছেন, তালেবান এ ঘটনা ঘটাতে পারে। আফগান নিরাপত্তার রক্ষী
ও কর্মকর্তাদের হত্যার জন্য তারা এমনটা করে থাকতে পারে। উল্লেখ্য,
আফগানিস্তানে এই ঘটনা নতুন কিছু নয়। ল্যান্ডমাইন ও এন্টি-পার্সোনাল মাইন
বিস্ফোরণে প্রতি মাসে সেখানে অর্ধশতাধিক লোক নিহত বা বিকলাঙ্গ হয়
No comments