৯৮ বছর বয়সে মাস্টার্স ডিগ্রি
ভারতের
বিহার রাজ্যে ৯৮ বছর বয়সী রাজ কুমার ভাইশ মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন
নালন্দা ওপেন বিশ্ববিদ্যালয় থেকে। অর্থনীতিতে মাস্টার্স করে তিনি সম্প্রতি
মেঘালয়ের গভর্নর গঙ্গা প্রসাদের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। ২০১৫ সালে
অর্থনীতিতে মাস্টার্স করতে নালন্দা ওপেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন।
পরে তিনি নিয়মিত ক্লাস করে সফলতার সঙ্গে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
ডিগ্রি পেয়ে নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে রাজ কুমার বলেন, ‘আমি আজ
খুশি। খুব কঠোর পরিশ্রম করেছিলাম। মাস্টার্স ডিগ্রি অর্জন করা আমার অনেক
দিনের স্বপ্ন ছিল। তরুণদের উচিত, শুধু ক্যারিয়ারের চিন্তা না করে পড়ালেখায়
মন দেয়া।’ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এসপি সিনহা বলেন, চলতি বছরে মোট
বাইশ হাজার একশ’ শিক্ষার্থীকে সম্মাননা দেয়া হয়েছে। রাজ কুমার তাদের মধ্যে
দুই হাজার ৭৮০ নম্বরে। নালন্দা বিশ্ববিদ্যালয়ের জন্য এটা একটা বড় অর্জন। এ
বয়সে মাস্টার্স ডিগ্রি অর্জন করে রাজ কুমার তীব্র ইচ্ছাশক্তির পরিচয়
দিয়েছেন। আমাদের অবাক লাগে, তিনি এত ইচ্ছাশক্তি কোথায় পেলেন।’ তিনি বলেন, এ
বিশ্ববিদ্যালয় থেকে ভাইসই সম্ভবত প্রবীণতম ব্যক্তি যিনি পোস্ট গ্র্যাজুয়েট
ডিগ্রি পেলেন।
No comments