আসছে কম আলোয় সেলফি তোলার ফোন
দেশের বাজারে ক্যামন সিরিজের নতুন স্মার্টফোন আনছে টেকনো মোবাইল। এ ফোনে কম আলোয় ভালোমানের সেলফি তোলা যাবে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। আগামী বছরের শুরুতেই নতুন স্মার্টফোন মডেলটি বাজারে আসবে। অ্যান্ড্রয়েডচালিত ফ্ল্যাগশিপ ফোন হিসেবে এতে উন্নত ডিসপ্লে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। পাঁচটি স্মার্টফোন নিয়ে গত জুলাই মাস দেশের বাজারে যাত্রা শুরু করে হংকংভিত্তিক মোবাইল ফোন নির্মাতা টেকনো মোবাইল। স্মার্টফোনগুলো বাজারজাত করছে ট্রানশান হোল্ডিং বাংলাদেশ। ট্রানশানের প্রধান নির্বাহী রেজওয়ানুল হক বলেন, বাংলাদেশের গ্রাহকদের চাহিদা এখন সেলফি ক্যামেরা। তাদের জন্য বিশেষ সেলফি ক্যামেরা, ইনফিনিটি ডিসপ্লে, বেশি র্যাম দিয়ে নতুন স্মার্টফোন ছাড়া হচ্ছে। ক্যামন সিরিজের নতুন স্মার্টফোনটির বিশেষত্ব হবে—লো লাইট সেলফি ক্যামেরা ও ফুলএইচডি ডিসপ্লে। টেকনো ব্র্যান্ডের ক্যামন সিরিজের সিএক্সএয়ার, আই সিরিজের আইসেভেন, আইথ্রি, ডব্লিউ সিরিজের ডব্লিউ এক্স ৩, এক্স ৪ ও স্পার্ক সিরিজের স্মার্টফোন বাজারে এনেছে ট্রানশান।
No comments