অবশেষে কাটা হচ্ছে হোয়াইট হাউজের বিখ্যাত 'ম্যাগনোলিয়া' গাছ
অবশেষে
আয়ু ফুরাতে চলেছে হোয়াইট হাউজের ২০০ বছরের পুরনো গাছ ম্যাগনোলিয়ার।
জ্যাকসন ম্যাগনোলিয়া নামের এ গাছটি লাগিয়েছিলেন প্রেসিডেন্ট অ্যান্ড্রু
জ্যাকসন তার সদ্য প্রয়াত স্ত্রী র্যাচেল জ্যাকসনের স্মরণে। হোয়াইট হাউজে
অনেক ঐতিহাসিক ঘটনার পেছনের দৃশ্যে যেমন এই গাছটিকে দেখা যায়, তেমনি
একসময় বিশ ডলারের নোটেও গাছটির ছবি ছিল। টেনিসির খামার থেকে র্যাচেল
জ্যাকসনের প্রিয় ম্যাগনোলিয়া গাছের একটি অংশ এনে হোয়াইট হাউজে লাগানো
হয়েছিল। জীবদ্দশায় গাছটি ৩৩ জন প্রেসিডেন্টের শাসনামল দেখেছে, সেইসাথে
আমেরিকান গৃহযুদ্ধ আর দুটি বিশ্বযুদ্ধেরও প্রত্যক্ষদর্শী এই গাছ।
তবে
বিশেষজ্ঞরা বলছেন, এখন এ গাছটি খুবই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটি রাখা
নিরাপদও নয়। তাই ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের অনুরোধে গাছটির বড়
একটি অংশই কেটে ফেলা হবে। হোয়াইট হাউজের মুখপাত্র স্টেফানি গ্রিশাম বলছেন,
মিসেস ট্রাম্প অনুরোধ করেছেন যেন গাছটির বীজ রক্ষা করা হয়। ফলে খালি
জায়গায় নতুন একটি গাছ লাগানো সম্ভব হবে। তিনি বলছেন, মিসেস ট্রাম্প এই
সিদ্ধান্ত নিয়েছেন, কারণ তার মতে এই গাছটি দর্শনার্থী আর সংবাদকর্মীদের
নিরাপত্তার জন্য হুমকি, যারা প্রেসিডেন্ট ট্রাম্পের হেলিকপ্টার ওঠানামার
সময় প্রায়ই এই গাছটির সামনে দাড়িয়ে থাকেন। ১৯৭০ সালে গাছটির একটি বড়
অংশ প্রথমবার ভেঙ্গে পড়ে। তখন সেটি সিমেন্ট দিয়ে ঘিরে দেয়া হয়। এর বছর
দশেক পর গাছটি রক্ষা করতে বড় পোল আর তার দিয়ে বেঁধে দেয়া হয়। প্রথমে
দেখে স্বাভাবিক মনে হলেও, কিছুদিন আগে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনে খবর
প্রকাশিত হয় যে, গাছটি পুরোপুরি কৃত্রিম সহায়তায় টিকে আছে।
সূত্র : বিবিসি
সূত্র : বিবিসি
No comments