কামরাঙ্গীরচর থেকে অপহৃত শিশু ২৫ দিন পর উদ্ধার
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে অপহৃত শিশু সুমাইয়াকে ২৫ দিন পর উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর কদমতলী থানার জুরাইনের রহমতবাগ এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে সুমাইয়ার বাবা জাকির হোসেন সাংবাদিকদের একথা জানিয়ে বলেন, তার মেয়ে এখন থানায় রয়েছে।
কামরাঙ্গীরচর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় ফাতেমা আক্তার বৃষ্টি, সিরাজুল ইসলাম বাবুল, আনিসুর রহমান, বিল্লাল হোসেন ও নাছির নামের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জুরাইন রহমতবাগ এলাকার দক্ষিণ ধনিয়ায় কামাল মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির ভাড়াটিয়া সিরাজুল ইসলামের ঘর থেকে সুমাইয়াকে উদ্ধার করা হয়। গত ২ এপ্রিল কামরাঙ্গীরচর এলাকা থেকে নিখোঁজ হয় ছয় বছরের সুমাইয়া। এ ব্যাপারে কামরাঙ্গীরচর থানায় মামলা হয়। এর পর থেকে রাজধানীসহ বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি শুরু হয়।
No comments