পশ্চিমবঙ্গে বিজেপি এলে বাংলাদেশ সীমান্ত সিলগালা হবে : অমিত শাহ
পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে বাংলাদেশ সীমান্ত সিল করে দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বুধবার কলকাতায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আসামে ক্ষমতায় এসে গরু পাচার আর অনুপ্রবেশ বন্ধ করেছি। পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে তাই করব।’ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ নিয়ে সরাসরি আক্রমণ করে তিনি বলেন, ‘তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসে অনুপ্রবেশ বন্ধ করতে পারেনি। বাংলাদেশ থেকে হাজার হাজার অনুপ্রবেশ যেমন করছে, তেমনই নকল নোটও আসছে।’
No comments