আশুলিয়ায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ
শিল্পঞ্চল-আশুলিয়ায় দুই মাসের বকেয়া বেতন ও এক বছরের মাতৃত্বকালীন ছুটি ভাতার দাবিতে মহাসড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। বৃহস্পতিবার সকালে আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়কের জামগড়া ছয়তলা এলাকায় শেড ফ্যাশন কারখানার সহস্রাধিক শ্রমিক মহাসড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করেন। পরে পুলিশ এসে তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এ ঘটনায় কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। শ্রমিকরা জানায়, দুই মাস ধরে কোনো বেতন দিচ্ছেন না কারখানা কর্তৃপক্ষ। এছাড়া মাতৃত্বকালীন ছুটির টাকা পাচ্ছেন না নারী শ্রমিকরা। এতে করে পরিবার নিয়ে অতি কষ্টে দিন চলছে তাদের।
দু'মাস ধরে বেতন দেয়ার আশ্বাস দিয়ে আসছে কারখানা কর্তৃপক্ষ। কিন্তু বেতন না দিয়ে উল্টো কারখানা থেকে বের করে দেয়ার হুমকি দেয়া হচ্ছে। শ্রমিকরা আরো জানায়, কয়েক দফা কারখানা বন্ধের নোটিশ দয়ে কর্তৃপক্ষ। বৃহস্পাতিবার সকালে কারখানার সামনে নোটিশ দেখতে পেয়ে কোনো উপায় না পেয়ে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে বাধ্য হয়েছে শ্রমিকরা। এসময় পুলিশ এসে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করলে শ্রমিকরা সড়ক থেকে সরে যায়। শিল্প পুলিশ-১ এর পরিচালক কাওসার সিকদার জানান, বেতন-ভাতা না পেয়ে শ্রমিকরা সড়ক অবরোধ করেছিল। পুলিশ তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছে। তিনি আরো জানান, আমরা মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে আগামী রোববার শ্রমিকদের বকেয়া-ভাতা পরিশোধের জন্য সময় বেধে দিয়েছি।
No comments