পাবনায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
পাবনায়ে এক ব্যবসায়ীকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে ও কুপিয়ে হত্যা করেছে। জেলা শহরের শিবরামপুর মহল্লার মুজাহিদ ক্লাবপাড়ায় আজ বৃহস্পতিবার সকালে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতের নাম ফারুক হোসেন (৪৫)। তিনি বেকারি ব্যবসায়ী। পুলিশ জানায়, ফারুক নিজেই বেকারির পণ্য তৈরি ও বিক্রি করতেন।
সকালে তিনি পণ্য নিয়ে বাড়ি থেকে বের হলে বাড়ির সামনে দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাত করে ও চাপাতি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। আশপাশের লোকজন ফারুককে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে হত্যার কারণ ও হত্যাকারীদের সম্পর্কে জানা যায়নি।
No comments