ভারতে কমান্ডোবাহী সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত
বুধবার ভারতের ছত্তিশগড়ের সুকমা জেলার চিন্তাগুড়া জঙ্গলে কোবরা কম্যান্ডোসহ এক হেলিকপ্টার ভেঙে পড়ল। এই ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। সরকারি সূত্রে জানা গেছে, কোবরা কম্যান্ডোর দুই কর্মকর্তা ও তিনজন কম্যান্ডো আহত হয়েছেন এই ঘটনায়। চিকিৎসার জন্য তাদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সিআরপিএফ ক্যাম্পের কাছেই বুধবার হেলিকপ্টারটি ভেঙে পড়ে। যদিও এই ঘটনার কারণ এখনো জানা যায়নি। সোমবার সুকমায় ৩০০ মাওবাদীদের হামলায় নিহত হন ২৫ সিআরপিএফ জওয়ান। ৯৯ জন জওয়ান সেই সময় ওই অঞ্চলে টহল দিচ্ছিলেন। মাওবাদীরা অত্যাধুনিক অস্ত্র ও রকেট লঞ্চার নিয়ে হামলা চালায়। প্রায় দু’ঘন্টা ধরে জওয়ানদের সঙ্গে মাওবাদীদের লড়াই চলে।
No comments