২৪ দিন পর মা-বাবার কোলে ফিরল সুমাইয়া
রাজধানীর উপকণ্ঠ কামরাঙ্গীরচর এলাকার বড়গ্রাম বাসার সামনের রাস্তা থেকে নিখোঁজ শিশু সুমাইয়াকে কদমতলী থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিনগত রাত ২টার দিকে কদমতলী থানাধীন রহমতবাগ দক্ষিণ দনিয়া কামালের বাড়ি থেকে সুমাইয়াকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সিরাজুল ইসলাম ও সাবিনা আক্তার বৃষ্টি নামের দু'জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে উদ্ধারের পর বৃহস্পতিবার সকালে শিশুটিকে তার বাবা-মায়ের কাছে বুঝিয়ে দেয়া হয়।
সুমাইয়ার বাবা জাকির হোসেন জানান, মেয়েকে ফিরে পেয়ে তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞ। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকেও ধন্যবাদ জানান। বৃহস্পতিবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইব্রাহীম খান এ তথ্য জানান। প্রসঙ্গত, গত ৩ এপ্রিল কামরাঙ্গীরচর এলাকার বড়গ্রাম বাসার সামনের রাস্তা থেকে নিখোঁজ হয় সুমাইয়া (৫)। এরপর তার বাবা থানায় প্রথমে একটি সাধারণ ডায়েরি বরলেও পরে অপহরণের মামলা দায়ের করেন।
No comments