মুন্সীগঞ্জ জেলা বিএনপির আংশিক কমিটির অনুমোদন
মো. আব্দুল হাইকে সভাপতি ও কামরুজ্জামান রতনকে সাধারণ সম্পাদক করে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাত সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। বুধবার দিবাগত রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশক্রমে এই কমিটি অনুমোদন দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বৃহস্পতিবার বিএনপি মহাসচিবের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির তথ্য জানানো হয়।
কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন- সহ সভাপতি শাহজাহান খান, আতাওয়ার হোসেন বাবু ও আলী আজগর রিপন মল্লিক। এছাড়া কমিটিতে যুগ্ম সম্পাদক হিসেবে রয়েছেন নজরুল ইসলাম বাচ্চু ও সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস ধীরণ। আগামী ৩০ দিনের মধ্যে এ কমিটিকে ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রণয়নের নির্দেশনা দেয়া হয়েছে।
No comments