এবার ইউনাইটেড এয়ারে মরল দৈত্যাকার খরগোশ
এশিয়ান যাত্রীকে মারধর এবং টেনে-হিঁচড়ে নামানোর পর নতুন বিতর্কে জড়ালো মার্কিন বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স। যাত্রীবাহী বিমানটির পোষা প্রাণী সংরক্ষণাগারে একটি ৩ ফুট লম্বা দৈত্যাকার খরগোশের মৃত্যুতে সৃষ্টি হয়েছে এ নতুন বিতর্ক। জানা যায়, দৈত্যাকার খরগোশটির নাম সিমন্স। এটি পৃথিবীর অন্যতম বড় খরগোশের একটি। তবে বিমান সংস্থাটির পক্ষে দাবি করা হয়েছে, লন্ডন থেকে শিকাগো বিমানবন্দর পর্যন্ত খরগোশটি সুস্থ মতেই এসে পৌঁছায়। পরে যখন মালিকের হাতে খরগোশটি হস্তান্তর করা হবে তখনই বাধে বিপত্তি। মৃত অবস্থায় পাওয়া যায় খরগোশটিকে।
গত ২০ এপ্রিল এ ঘটনা ঘটলেও বুধবার 'সান' নামের একটি দৈনিকে এ বিষয়ে সংবাদ প্রকাশের পর বিষয়টি সবার নজরে আসে। দৈনিকটিকে সিমন্সের পালক, প্লে বয় মডেল অ্যানেট এডওয়ার্ডস বলেন, 'আমি খরগোশ সিমন্সকে নিয়ে বিভিন্নস্থানে গিয়েছি। কখনো কোনো সমস্যা হয়নি। ওই দিনও বিমানে ওঠার আগ পর্যন্ত সিমন্স পুরো সুস্থ ছিল। কিন্তু পরে তাকে মৃত হিসেবে পাওয়া যায়। আমার বিশ্বাস তার সঙ্গে খুব খারাপ একটা কিছু হয়েছে। বিষয়টি আমাকে জানতেই হবে।' এদিকে খরগোশটির মৃত্যুর পর বিতর্ক ধামাচাপা দিতে খরগোশের মালিককে ক্ষতিপূরণ দিতে চেয়েছিল বিমান সংস্থাটি। তবে খরগোশটির মালিক তা নেননি।
No comments