টাঙ্গাইলে দুর্ঘটনায় ২ ট্রাক চালক নিহত
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন এক সহকারী। বৃহস্পতিবার সকালে কালিহাতীর ভাবলা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বলে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. আছাবুর রহমান জানান, একটি ট্রাক ঢাকা থেকে পেঁয়াজ নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল।
আর অন্যটি কুরিয়ার সার্ভিসের মালামাল নিয়ে ঢাকার দিকে যাবার পথে ভাবলা এলাকায় দুই বাহনের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে দুই ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুই চালকের মৃত্যু হয় ঘটনাস্থলেই। পরে এক ট্রাকের চালকের সহকারীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
No comments