জমি নিয়ে বিরোধে চাচাকে পিটিয়ে হত্যা
টাঙ্গাইলের বাসাইলে জমি নিয়ে বিরোধের জের ধরে চাচাকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে ভাতিজাসহ ভাতিজি জামাইয়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নাকাসিম গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম নিলু সরকার (৪৮)। নিহতের পরিবার জানায়, সকালে বাড়ির পাশেই কোদাল দিয়ে মাটি ভরাটের কাজ করছিল নিলু ও তার স্বজনরা।
এ সময় তার ভাতিজা দিপক সরকার ও ভাতিজি জামাই সুবল সরকার তাদের ওপর চড়াও হয়। একপর্যায়ে লাঠি দিয়ে আঘাত এবং উপর্যপুরি কিল ঘুষি দিতে থাকে নিলু সরকারকে। এতে ঘটনাস্থলে নিলু সরকার লুটিয়ে পড়ে। পরে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাসাইল থানার উপ পরিদর্শক (এসআই) আইয়ুব হোসেন জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
No comments