সিরিয়ায় বিমানবন্দরের কাছে শক্তিশালী বিস্ফোরণ
সিরিয়ার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের কাছের একটি এলাকায় বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা একথা জানিয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক এ পর্যবেক্ষণ গ্রুপের প্রধান রামি আব্দেল রাহমান বলেন, ‘বিস্ফোরণটি অনেক শক্তিশালী ছিল এবং দামেস্ক থেকে এ বিস্ফোরণের বিকট শব্দ শোনা যেতে পারে।
আন্তর্জাতিক বিমানবন্দরটি সিরিয়ার রাজধানীর প্রায় ২৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। সেখানে বিস্ফোরণের পরই আগুন ধরে যায়। এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি এবং বিস্ফোরণের কারণও জানা যায়নি। উল্লেখ্য, ২০১১ সাল থেকে সিরিয়ায় ব্যাপক সঙ্ঘাত চলছে। ছয় বছরের বেশি সময় ধরে চলা এ সঙ্ঘাতে তিন লাখ ২০ হাজারের অধিক লোক প্রাণ হারিয়েছে। কিন্তু তারপরও দেশটিতে সঙ্ঘাত নিরসনের কোন লক্ষণ দেখা যাচ্ছে না।
No comments