আল কায়দার বাংলাদেশ প্রধান আফগানিস্তানে নিহত!
আল কায়দার বাংলাদেশবিষয়ক প্রধান তারিক ওরফে সোহেল ও তার পাঁচ সহযোগী আফগানিস্তানের কান্দাহারে নিহত হয়েছেন। আল কায়দার ভারতীয় উপমহাদেশ শাখার (একিউআইএস) প্রধান অসিম ওমর এক অডিও বার্তায় এ দাবি করেছেন। মঙ্গলবার ইন্টারনেটভিত্তিক যোগাযোগ অ্যাপ টেলিগ্রামে এ অডিও বার্তা প্রকাশ করা হয়। পরে অনলাইনে ইংরেজি ভার্সনে তা প্রকাশ করা হয়। তবে বাংলাদেশের সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেননি।
No comments