ভালুকায় ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১
ময়মনসিংহের ভালুকায় ট্রাক ও পিক-আপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও নারীসহ ২জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৬টায় ঢাকা-ময়মনসিংহ ৪ লেন সড়কের বাগরাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ভরাডোবা হাইওয়ে ফাঁড়ির এসআই আবুল খায়ের জানান, ঢাকাগামী ট্রাক ও উল্টো পথে বিপরীত দিক থেকে ময়মনসিংহগামী একটি পিক-আপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৩জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর ময়মনসিংহের কতোয়ালী থানার চরঈশ্বরদী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (২৬) মারা যান।
আহতরা হলেন- ময়মনসিংহ কতোয়ালী থানার চরঈশ্বরদী গ্রামের জহির উদ্দিনের ছেলে আলমগীর হোসেন (৩০) ও গফরগাঁও উপজেলার রাগাইচুটি গ্রামের আব্দুল আলীমের স্ত্রী হেনা আক্তার (৪৫)। তাদের আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক ও পিকআপটিকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
No comments