আলোচনায় বসাতে উ. কোরিয়াকে চাপ দিবে যুক্তরাষ্ট্র
উত্তর কোরিয়াকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র বুধবার দেশটির ওপর অবরোধ আরো জোরদারের অঙ্গীকার করেছে। হোয়াইট হাউসে সিনেটরদের ব্রিফিং শেষে শীর্ষ মার্কিন কর্মকর্তারা বলেন, কোরীয় উপদ্বীপের সমস্যা সমাধানে মিত্র ও আঞ্চলিক অংশীদারদের সাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কূটনৈতিক প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করছেন। যুক্তরাষ্ট্রের পেন্টাগণ প্রধান জিম ম্যাটিস, পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ও জাতীয় গোয়েন্দা পরিচালক ড্যান কোটস এর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘উত্তর কোরিয়াকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে দেশটির ওপর চাপ বাড়ানোর জন্যে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল সদস্যদের নিয়োজিত করেছি।’
এর আগে প্যাসিফিক কমান্ডের প্রধান এডমিরাল হ্যারি হ্যারিস ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের উত্তেজনা কমাতে চীনের উদ্যোগকে স্বাগত জানান এবং একইসাথে সমস্যার শান্তিপূর্ণ সমাধানের পক্ষে মত দেন। এদিকে উত্তর কোরিয়া তার সামরিক বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সবচেয়ে বড় আকারে সামরিক মহড়ার আয়োজন করে, যা প্রত্যক্ষ করেন দেশটির নেতা কিম জং উন। দেশটির সরকারি সংবাদ মাধ্যম বুধবার এ কথা জানায়। এছাড়া দক্ষিণ কোরিয়াও ব্যাপকভাবে বার্ষিক সামরিক মহড়ার আয়োজন করে। এতে মার্কিন ও দক্ষিণ কোরীয় প্রায় দুই হাজার সৈন্য অংশ নেয় বলে জানায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
No comments