রাজনৈতিক কর্মসূচি পালন করতে না দিলে, লাভ হয় জঙ্গিবাদী শক্তির
সাপ্তাহিক
সম্পাদক গোলাম মোর্তুজা দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে
ফেসবুকে লিখেছেন, “জ্বালাও-পোড়াও, পেট্রোল বোমার বিরোধীতা, সমালোচনা,
নিন্দা-ধিক্কার জানাই। বিএনপিকে অভিযুক্ত করি। কিন্তু সরকার মিলনায়তনের
ভেতরে একটি সংবাদ সম্মেলন যদি তাদের করতে না দেয়, তারা করবেটা কি? সরকার কি
চায় আবার আন্দোলন সহিংসতায় ফিরে যাক বিএনপি। সেই বিএনপিকে মোকাবিলা করা কি
সরকারের জন্য বেশি লাভজনক? বিএনপি জঙ্গি-সন্ত্রাসী, প্রমাণ করতে পারলে
বিদেশি সমর্থন পাওয়া সহজ হয়? শওকত মাহমুদ সাংবাদিক, সাংবাদিকদের একাংশের
নেতা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা। তাকে গাড়ি পোড়ানোর মামলার আসামি করে,
কি অর্জন করতে চায় সরকার? আগুন দিয়ে গাড়ি পুড়িয়েছেন শওকত মাহমুদ? এই
হাস্যকর মামলার আসামি শওকত মাহমুদ! সঙ্গত কারণেই প্রশ্ন আসবে, ক্ষমতার
বিএনপিও তো এমন কাজ করেছে। সাবের চৌধুরীর নামে প্লেট চুরির মামলা দিয়েছে।
হ্যাঁ, দিয়েছে। অপকর্ম করেছে, ফলও ভোগ করছে। একই কাজ আওয়ামী লীগ সরকারও
করছে কেন, করবে কেন? এই প্রক্রিয়ায় দীর্ঘ মেয়াদে যে সুফল পাওয়া যায় না, তা
তো অতীত দেখেও শেখার কথা আওয়ামী লীগের।” গোলাম মোর্তুজা লিখেছেন, “এভাবে
স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি পালন করতে না দিলে, লাভবান হয় জঙ্গিবাদি
শক্তি। এটা তো ইতিহাসের নতুন কোনো উপাদান নয়, প্রমাণিত সত্য। একটি
নিয়ন্ত্রিত জঙ্গিবাদ প্রসারের পক্ষে অবস্থান নিয়ে, সাময়িক লাভবান হওয়া হয়ত
যাবে, শেষ রক্ষা কি হবে? আমরা ক্ষমতায় না থাকলে জঙ্গি-মৌলবাদি শক্তি দখল
করে নেবে বাংলাদেশের ক্ষমতা, কতদিন এই নীতিতে সুফল পাওয়া যাবে? বিদেশিরা
কতদিন এমন ফর্মুলা সেবন করে সমর্থন দিয়ে যাবে? জনগণকে বাদ দিয়ে এই বটিকা কি
ভালো কিছু? ভুলে যাওয়া বুদ্ধিমানের কাজ নয় যে, জঙ্গিরা কখনও নিয়ন্ত্রণে
থাকে না। তারা ওঝাকেই প্রথম দংশণ করে।”
No comments