বিচারবহির্ভুত হত্যায় পরিস্থিতির উন্নয়ন হবে না: আসক
আইনশৃঙ্খলার
অবনতিশীল পরিস্থিতি সামাল দিতে সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের আশ্রয়
নিচ্ছে বলে অভিযোগ তুলেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
বুধবার গণমাধ্যমে এক বিবৃতি পাঠিয়েছে এই উদ্বেগের কথা জানান সংগঠনের
নির্বাহী পরিচালক সুলতানা কামাল। বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে সরকারের
গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কথায় এবং আইন-শৃঙ্খলাবাহিনীর কাজে বিচারবহির্ভূত
হত্যাকাণ্ডের মাধ্যমে সন্ত্রাসী কার্যকলাপ নিয়ন্ত্রণের প্রবণতা লক্ষ্য করা
যাচ্ছে। সুলতানা কামাল বলেন, “অপরাধী দলের হলেও কোনো ছাড় না দেয়ার এই
সিদ্ধান্ত অবশ্যই ইতিবাচক। কিন্তু সে কঠোরতা যদি অপরাধীদের আটকের মাধ্যমে
যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে শাস্তি প্রদান না করে বিচারবহির্ভূত
হত্যাকাণ্ডের মাধ্যমে প্রদর্শন করা হয়, তাহলে তা আইন-শৃঙ্খলা পরিস্থিতির
উন্নয়নে কোনো ভূমিকা রাখবে না।” বিবৃতিতে তিনি বলেন, “বিচারবহির্ভূত
হত্যাকাণ্ড মানবাধিকারের চরম লঙ্ঘন। এ ধরনের পদক্ষেপ সন্ত্রাসীদের
মদদদানকারী ক্ষমতাবানদের রক্ষার প্রচেষ্টা হিসেবে বিবেচিত হয়।”
সন্ত্রাসীদের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে সেই
ব্যবস্থা আইনানুগভাবে করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার
সংগঠনটি।
No comments