ব্যাংকক হামলার পেছনে বড় চক্র
থাইল্যান্ডের ব্যাংককের ইরাওয়ান মন্দিরে বোমা হামলার ঘটনায় একটি চক্র জড়িত বলে দাবি করেছে দেশটির পুলিশ। থাই পুলিশের প্রধান সোমিয়ুত পুমপানমাউং মার্কিন বার্তা সংস্থা এপিকে জানান, মন্দিরে বোমা হামলায় একজন নয়, একাধিক ব্যক্তি জড়িত বলে সন্দেহ করছেন তারা। তবে এ ব্যাপারে বিস্তারিত জানাননি তিনি। এরই মধ্যে সিসি টিভি ফুটেজে শনাক্ত করা সন্দেহভাজনের স্কেচ তৈরি করেছে পুলিশ। সোমিয়ুত বলেন, বোমা হামলার ঘটনায় যে, থাই নাগরিকরা জড়িত আছে, সে ব্যাপারে সন্দেহ নেই, তবে মূল হামলাকারী বিদেশী নাকি থাই নাগরিক সে ব্যাপারে তারা নিশ্চিত হতে পারেননি।
মূল সন্দেহভাজনকে আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছেন থাই সামরিক জান্তা সরকারের প্রধানমন্ত্রী প্রায়ুথ চ্যান ওঁচা। প্রায়ুথ জানান, মন্দিরে বোমা রাখার জন্য ওই লোকটিকে ভাড়া করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এদিকে বৃহস্পতিবার সকাল থেকে ইরাওয়ান মন্দিরটি আবারও খুলে দেয়া হয়েছে। নিজস্ব প্রতিনিধির বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ঘটনাস্থলে খুব একটা নিরাপত্তা জোরদার হয়নি। লোকজন পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই সেখানে প্রবেশ করতে পারছেন। থাইল্যান্ডের রাজধানীর চিদলুম জেলার ইরাওয়ান মন্দিরের কাছে থাইল্যান্ডের স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৭টার দিকে হামলাটি হয়। শুরুতে প্রাণহানির সংখ্যা ১২ বলে জানানো হলেও পরে তা বেড়ে দাঁড়ায় ২১ জনে।
No comments