ভারতের সাবেক প্রেসিডেন্ট আবদুল কালাম মারা গেছেন
ভারতের
সাবেক প্রেসিডেন্ট, বিজ্ঞানী এপিজে আবদুল কালাম মারা গেছেন। আজ রাতে তিনি
শিলংয়ে মারা যান। তার বয়স হয়েছিল ৮৪ বছর। ইন্ডিয়ান ইন্সটিটিউট অব
ম্যানেজমেন্ট ইন শিলংয়ে বক্তব্য দেয়ার সময় তিনি অকস্মাৎ অচেতন হয়ে পড়ে যান।
তাকে দ্রুততার সঙ্গে বিথানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অত্যন্ত
সঙ্কটজনক অবস্থায় ভর্তি করা হয় তাকে। রাখা হয় হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে
(আইসিইউতে)। তাৎক্ষণিকভাবে চিকিৎসকরা তৎপর হয়ে ওঠেন। কিন্তু শেষ পর্যন্ত
তাকে বাঁচাতে পারেন নি তারা। চিকিৎসকরা বলেছেন তিনি হৃদযন্ত্রের ক্রিয়া
বন্ধ হয়ে মারা গেছেন। ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআইয়ের উদ্ধৃতি দিয়ে
এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, । এতে বলা হয়, খাসি
হিলসের এসপি এম খারক্রাং এ কথার সত্যতা স্বীকার করেছেন। মহত এই ব্যক্তিত্ব
২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত ভারতের ১১তম প্রেসিডেন্ট হিসেবে দক্ষতার সঙ্গে
দায়িত্ব পালন করেন। ১৯৩১ সালের ১৫ই অক্টোবর রামেশ্বরমে তার জন্ম। ১৯৯৮
সালে পোখরান-২ নিউক্লিয়ার যে পরীক্ষা চালানো হয় তাতে তিনি গুরুত্বপূর্ণ
ভ’মিকা পালন করেন। এর আগে ১৯৭৪ সালে প্রথম ভারতে এ পরীক্ষা করা হয়েছিল।
তিনি ভারতে দ্য মিসাইল ম্যান নামেও বেশি পরিচিত। তার অসাধারণ অর্জনের জন্য
ভারত সরকার তাকে পদ্ম ভ’ষণ ও ভারত রত্ন সম্মানে ভ’ষিত করে। এরপর ২০০২ সালে
তিনি ১১তম প্রেসিডেন্ট নির্বাচিত হন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
No comments