সমঝোতা ছাড়া শান্তি আসবে না -অধ্যাপক ড. দিলারা চৌধুরী
বর্তমানে
দেশে জাতীয় সঙ্কট চলছে- এটা অনেকেই বোঝে। আর এ সঙ্কট উত্তরণের উপায়
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই আছে। কারণ গুলিতো করছে আইনশৃঙ্খলা বাহিনী।
কিন্তু পেট্রলবোমা ও ককটেল মারার ভেতরে যে কারা আছে তা তো আমরা বুঝতে
পারছি না। অনেক জায়গায় আওয়ামী লীগের লোকজনও ধরা পড়ছে আবার তাদেরকে ছেড়েও
দিচ্ছে। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর হাতেই সব। তিনি যদি বলেন- আমরা
আলোচনায় বসবো, সমঝোতা করবো, একটা নির্বাচন দেবো তাহলে সঙ্কট থেকে সহজেই
উত্তরণ করা যাবে। সমঝোতা ছাড়া তো শান্তি আসবে না। সরকার যদি বিএনপিকে দমিয়ে
রাখতে চায় তাহলে তো সমস্যা বাড়বে, গণ্ডগোল কমবে না। বিএনপি একটা বড় দল।
কাজেই তাকে দমিয়ে রাখতে চাইলে তার সমর্থকরা তো বসে থাকবে না। বিএনপিকে
দমিয়ে রাখতে চাইলে অনেক রকমের ঘটনা ঘটতে পারে। গণ-অভ্যুত্থানও হতে পারে।
তার মানে একটা বিশৃঙ্খল অবস্থা চলতেই থাকবে। যদি সঙ্কটটা সবাই মিলে বসে
সমাধানের উদ্যোগ না নেন তো আরও খারাপ অবস্থায় যাবে দেশ। এই অবস্থায়
সমঝোতা-ই একমাত্র পথ।
নোট: রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. দিলারা চৌধুরীর মতামতটি নিয়েছেন আমাদের স্টাফ রিপোর্টার রোকনুজ্জামান পিয়াস।
নোট: রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. দিলারা চৌধুরীর মতামতটি নিয়েছেন আমাদের স্টাফ রিপোর্টার রোকনুজ্জামান পিয়াস।
No comments