|
আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যের বাসার সামনে জুতা প্রদর্শন করছেন |
|
আন্দোলনকারীদের উপর পুলিশের অ্যাকশন -রনি |
রংপুরের
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান নৈরাজ্যকর পরিস্থিতি ক্রমেই ভয়াবহ
রূপ নিচ্ছে। সেখানে আন্দোলনের নামে স্বয়ং শিক্ষকরাই রুদ্ধ করে দিয়েছেন
শিক্ষার সব কার্যক্রম। ৪ মাস ধরে তারা ভিসিবিরোধী আন্দোলন করতে গিয়ে তালা
ঝুলিয়ে দিয়েছেন বিভিন্ন অনুষদের দরজায়। তারা এমনকি অনার্স প্রথম বর্ষের
ভর্তি পরীক্ষার একাডেমিক কার্যক্রম পর্যন্ত বন্ধ করে আন্দোলন জোরদার করার
পন্থা উদ্ভাবন করছেন! শিক্ষক সমাজের পক্ষে এমন অভিনব, উদ্ভট, আত্মঘাতী
কর্মকাণ্ডের নজির বিশ্বের আর কোথায় আছে? সব সম্ভবের এ দেশে বুঝি সবই সম্ভব!
যারা শিক্ষার আলো দেখাবেন, তারাই রচনা করছেন অজস্র অন্ধকার, তাদের
কর্মকাণ্ড দিয়ে। এলাকার জনপ্রতিনিধিসহ দেশের একজন সাবেক রাষ্ট্রপতি
বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু ৯৪ হাজার পরীক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের
ছাত্রছাত্রীদের শিক্ষা জীবনের কথা বিবেচনায় নিয়ে ভর্তি পরীক্ষা গ্রহণ এবং
শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখার আবেদন জানিয়েও কোনো ফল পাননি।
আন্দোলনকারীরা উপাচার্যের পদত্যাগের দাবিতে অনড় রয়েছেন। শিক্ষকরা আন্দোলন
করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কয়েকজন শিক্ষকের পদোন্নতি এবং পূর্বতন
ভিসির সময়ে অবৈধভাবে নিয়োগকৃত ১৫২ জন কর্মচারীর নিয়োগের বৈধতা দাবি করে। আমাদের
কথা হল, শিক্ষকের পদোন্নতি আন্দোলনের ইস্যু হলে ভবিষ্যতে শিক্ষকের
যোগ্যতার মাপকাঠি হবে পেশিশক্তি। এভাবেই শিক্ষার দফারফা করা হচ্ছে এ
আন্দোলনের মাধ্যমে। অবৈধভাবে নিয়োগ দেয়া ১৫২ জন কর্মচারীর নিয়োগ বৈধ করা
হলে এই কর্মচারীদের ভবিষ্যৎ কর্মকাণ্ড যে বর্তমানের মতোই শিক্ষাবিরোধী ও
নৈরাজ্যজনক হবে তাতে সংশয়ের অবকাশ নেই। সবচেয়ে দুঃখজনক হচ্ছে, একটি
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা ছাত্রদের ভুল বুঝিয়ে উত্তেজনা সৃষ্টি
করে স্থানীয় অধিবাসীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছেন। স্থানীয় অধিবাসীদের
তারা বহিরাগত আখ্যা দিয়ে বৈরী প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর যে চেষ্টা
চালিয়েছেন, তা কোনোক্রমেই মেনে নেয়া যায় না। একই সঙ্গে আমরা এলাকাবাসীকে এই
অনাকাঙ্ক্ষিত উস্কানির ফাঁদে না জড়ানোর আহ্বান জানাই। সরকারের প্রতি
আহ্বান জানাই, আন্দোলনের নামে নৈরাজ্যজনক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট সবার
বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ
নিশ্চিত করুন। শিক্ষার অধিকারকে যারা পদদলিত করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা
নিন।
No comments