আমাকে ট্রফি দিতে না দেয়া গঠনতন্ত্রবিরোধী : কামাল
আন্তর্জাতিক
ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সভাপতি আ.হ.ম. মোস্তফা কামাল বলছেন,
মেলবোর্নে বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে চ্যম্পিয়ানের হাতে ট্রফি তুলে
দেয়ার সুযোগ তাকে না দিয়ে আইসিসি তার গঠনতন্ত্র ভঙ্গ করেছে। বিবিসির সাথে
এক সাক্ষাৎকারে মি. কামাল জানান, দেশে ফেরেই আইসিসির বিরুদ্ধে আইনগত
ব্যবস্থা নেয়ার লক্ষ্যে তিনি তার কৌঁসুলিদের সাথে কথা বলবেন। আইসিসির
সভাপতির বলেন, তার প্রতি অবিচার করা হয়েছে। তিনি বলেন, আইসিসির গঠনতন্ত্রে
বলা আছে যে টুর্নামেন্টে চ্যাম্পিয়নের হাতে পদক তুলে দেবেন আইসিসির
প্রেসিডেন্ট। এ আইন এখনো পরিবর্তন করা হয় নি। তাহলে কেন তিনি ফাইনালের দিন
ট্রফি দিতে পারেন নি, প্রশ্ন করা হলে মি কামাল বলেন, "আমাকে বলা হয়েছে যে
আমি দিতে পারবো না কারণ আমি আইসিসির প্রেসিডেন্ট হয়ে বাংলাদেশ-ভারত খেলা
নিয়ে মন্তব্য করেছি।" তিনি বলেন, ক্রিকেটে অনিয়ম হলে তা তুলে ধরাটা তার
দায়িত্ব এবং সেটাই তিনি করেছেন। তিনি আরো বলেন কোন প্রতিষ্ঠান যদি আইন না
মানে, এবং তা খারাপ লোকেরা চালায় - তাহলে তিনি নিজেই সে প্রতিষ্ঠানে
থাকবেন না। সূত্র: বিবিসি বাংলা
No comments