গান্ধীই ভারতের প্রথম কর্পোরেট এজেন্ট : অরুন্ধতী
ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী ভারতের প্রথম কর্পোরেট এজেন্ট ছিলেন বলে দাবি করেছেন প্রখ্যাত লেখক অরুন্ধতী রায়। শনিবার একটি চলচ্চিত্রবিষয়ক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। রোববার হিন্দুস্থান টাইমস এ খবর দিয়েছে। তিনি বলেন, ‘গান্ধীই এই দেশের (ভারতের)
প্রথম কর্পোরেট স্পন্সরড এনজিও। এই দেশে তাকে উপাসনা করা সর্বশ্রেষ্ঠ মিথ্যা। যে দলিত, নারী ও দরিদ্র সম্পর্কে ভয়ংকর জিনিস লিখেছে।’ গোরাখপুরের গোকুল অতিথি ভবনে আয়োজিত তিন দিনব্যাপী দশম গোরাখপুর চলচ্চিত্র উৎসবের এবারের বিষয় ছিল ‘প্রতিরোধের সিনেমা’।
No comments