আন্দোলন বেগবান করার আহ্বান জামায়াতের
চলমান আন্দোলন আরও বেগবান করার আহ্বান জানিয়েছে জামায়াত। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান গতকাল এক বিবৃতিতে বলেন, সরকারের অন্যায়, অগণতান্ত্রিক ও স্বৈরাচারী আচরণের কারণে ২০ দলীয় জোট অবরোধ কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হয়েছে। তারা গণতন্ত্র হত্যা করেছে। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। সংবাদপত্র, টেলিভিশনসহ সংবাদ মাধ্যমের মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছে। আইনের শাসন নির্বাসনে পাঠিয়েছে। জনগণের জানমালের কোন নিরাপত্তা নেই। সরকার গোটা দেশকে একটি বৃহৎ কারাগারে পরিণত করেছে। এই অবস্থায় কোন দেশ চলতে পারে না। তাই এ ব্যর্থ সরকারের হাত থেকে দেশ ও দেশের মানুষকে উদ্ধার করার জন্য আন্দোলন ছাড়া বিকল্প নেই। তাই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সভা-সমাবেশ ও অবরোধ কর্মসূচি পালনের মাধ্যমে চলমান গণআন্দোলন আরও বেগবান করতে হবে। বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুুস সালাম ও জামায়াতে ইসলামীসহ ২০ দলীয় জোটের সকল নেতা-কর্মীর মুক্তি দাবি জানিয়ে ডা. শফিকুর বলেন, জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে ২০ দলীয় জোট ঘোষিত কর্মসূচি বানচালের উদ্দেশে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলীবর্ষণ, লাঠি চার্জ, টিয়ারসেল নিক্ষেপ করেছে ও গণগ্রেপ্তার অভিযান এবং সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এর ধারাবাহিকতায় গতকাল চট্টগ্রাম থেকে ২১, বরিশাল থেকে ৬, লক্ষ্মীপুর থেকে ২০, সিলেট থেকে ১৩, ঢাকা থেকে ২৫, সাতক্ষীরা থেকে ৫০, চাঁদপুর থেকে ১৩, টঙ্গী থেকে ১৫, ময়মনসিংহ থেকে ৩, গাইবান্ধা থেকে ৮, পাবনা থেকে ৯ জনসহ সারা দেশ থেকে জামায়াতসহ ২০ দলীয় জোটের ২ শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে এবং আহত করেছে শতাধিক নেতা-কর্মীকে। এছাড়া সারা দেশে জামায়াতসহ ২০ দলীয় জোটের ২০ হাজারের অধিক নেতা-কর্মীকে আসামি করে মিথ্যা মামলা দায়ের করেছে। বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি খন্দকার মাহবুব হোসেনসহ আড়াই শতাধিক আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। সরকারের দলীয় ক্যাডাররা জাতীয় প্রেস ক্লাবের মতো স্পর্শকাতর জায়গায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করেছে। জাতীয় প্রেস ক্লাব থেকে বের হওয়ার সময় বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। গণতন্ত্র, মানবাধিকার ও মত প্রকাশের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী ক্যাডারদের হট্টগোল এ প্রতিষ্ঠানের ভাবমর্যাদাকে ক্ষুণ্ন করেছে।
সারা দেশে ৪৫ শিবির কর্মী আহত গ্রেপ্তার ৫৩
এদিকে অবরোধের প্রথমদিনে রাজধানীসহ সারা দেশে বিক্ষিপ্ত মিছিল-সমাবেশ, সড়ক অবরোধ করেছে শিবির। এ সময় পুলিশের হামলায় ৪৫ নেতাকর্মী আহত হয়েছেন। পুলিশ ৫৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে বলে শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়। সকালে শিবির নেতা আহমেদ সালমানের নেতৃত্বে একটি মিছিল বাড্ডা শাহ্জাদপুর এলাকা থেকে শুরু হয়ে বিশ্বরোড গিয়ে অবরোধ করে। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সকাল ৭টায় শাহিন আহমেদ খানের নেতৃত্বে একটি মিছিল মাতুয়াইল এলাকা থেকে শুরু হয়ে সড়ক প্রদক্ষিণ করে রাজপথ অবরোধ করে। সকাল সাড়ে আটটায় রাজধানীর ধোলাইখালে খালেদ মাহমুদের নেতৃত্বে ও সকাল ৯টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে ভিক্টোরিয়া পার্ক থেকে দাইয়ান সালেহিনের নেতৃত্বে মিছিল শুরু হয়ে রাজপথ অবরোধ করে।
সারা দেশে ৪৫ শিবির কর্মী আহত গ্রেপ্তার ৫৩
এদিকে অবরোধের প্রথমদিনে রাজধানীসহ সারা দেশে বিক্ষিপ্ত মিছিল-সমাবেশ, সড়ক অবরোধ করেছে শিবির। এ সময় পুলিশের হামলায় ৪৫ নেতাকর্মী আহত হয়েছেন। পুলিশ ৫৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে বলে শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়। সকালে শিবির নেতা আহমেদ সালমানের নেতৃত্বে একটি মিছিল বাড্ডা শাহ্জাদপুর এলাকা থেকে শুরু হয়ে বিশ্বরোড গিয়ে অবরোধ করে। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সকাল ৭টায় শাহিন আহমেদ খানের নেতৃত্বে একটি মিছিল মাতুয়াইল এলাকা থেকে শুরু হয়ে সড়ক প্রদক্ষিণ করে রাজপথ অবরোধ করে। সকাল সাড়ে আটটায় রাজধানীর ধোলাইখালে খালেদ মাহমুদের নেতৃত্বে ও সকাল ৯টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে ভিক্টোরিয়া পার্ক থেকে দাইয়ান সালেহিনের নেতৃত্বে মিছিল শুরু হয়ে রাজপথ অবরোধ করে।
No comments