পদত্যাগ করছেন সিআইএ মহাপরিদর্শক
জানুয়ারি
মাসের শেষের দিকে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র মহাপরিদর্শক ডেভিড
বাকলে পদত্যাগ করতে যাচ্ছেন। গতকাল সিআইএ’র পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা
হয়, আগামী ৩১শে জানুয়ারি বাকলের পদত্যাগ কার্যকর হবে। আটক ও জিজ্ঞাসাবাদ
প্রক্রিয়া সংক্রান্ত নথি নিয়ে সিআইএ ও মার্কিন কংগ্রেসের মধ্যে সৃষ্ট
বিতর্কের বিষয়ে তদন্ত করছিলেন বাকলে। তদন্তটি প্রক্রিয়াধীন থাকা অবস্থাতেই
তার পদত্যাগের এ সিদ্ধান্ত প্রশ্ন তুলছে বিভিন্ন মহলে। এ খবর দিয়েছে বার্তা
সংস্থা রয়টার্স। পদত্যাগের কারণ হিসেবে বলা হয়েছে, বেসরকারি খাতে যোগ
দিতেই সিআইএ’র দায়িত্ব থেকে সরে যাচ্ছেন বাকলে। ৪ বছরেরও বেশি সময়
মহাপরিদর্শক হিসেবে অভ্যন্তরীণ তদন্ত কর্মকর্তার দায়িত্ব পালন করছেন তিনি।
রাজনৈতিক কারণেই সিআইএ মহাপরিদর্শক পদত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন
বলে মনে করছেন কেউ কেঊ। তবে বাকলের পদত্যাগের সঙ্গে রাজনীতি বা তার তদন্ত
সংক্রান্ত বিষয়ের কোন যোগসূত্র নেই বলে উল্লেখ করেছেন সিআইএ ও কংগ্রেসের
কর্মকর্তারা। নাগরিক অধিকার বিষয়ক আন্দোলনকারীরা বাকলের পদত্যাগের এ সময়কে
‘দুর্ভাগ্যজনক’ হিসেবে আখ্যায়িত করেছেন। হাতেগোণা যে কয়েকজন সিআইএ’কে
জবাবদিহিতায় বাধ্য করার চেষ্টা করেছিলেন তিনি। সিনেটের গোয়েন্দা কমিটিকে
ফাঁকি দেয়াসহ সিআইএ’র বেশ কয়েকটি গুরুতর অনিয়ম তুলে ধরেছিলেন বাকলে।
সিআইএ’র আচরণবিধি নিয়েও গুরুতর কিছু উদ্বেগের বিষয় তুলে ধরেছিলেন বাকলে।
এদিকে বেসরকারি খাতে বাকলের ভূমিকা কি হবে, সে ব্যাপারে সুনির্দিষ্ট ও
সুস্পষ্ট কোন তথ্য দেয়া হয়নি।
No comments