জিম্মি মার্কিনিদের উদ্ধারে নীতি পুনর্বিবেচনার নির্দেশ ওবামার
বিদেশের মাটিতে দায়িত্ব পালনকালে জঙ্গি সংগঠনগুলোর হাতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জিম্মি হওয়া এবং প্রাণ হারানোর ঘটনায় নড়েচড়ে বসেছে মার্কিন প্রশাসন। প্রেসিডেন্ট বারাক ওবামা এ ইস্যুতে সমন্বিত ও বিশদভাবে মার্কিন নীতি পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাসমূহকে। জিম্মি মার্কিনিদের মুক্ত করে তাদের স্বজনদের কাছে ফিরিয়ে আনার লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে। গতকাল হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ কথা বলা হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রেসিডেন্ট ওবামা সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাসমূহকে মার্কিন নীতি সমন্বিতভাবে পর্যালোচনার নির্দেশ দিয়েছেন। নির্দেশপ্রাপ্ত বিভাগ ও সংস্থাগুলোর মধ্যে রয়েছে প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এফবিআই, ইন্টেলিজেন্স কমিউনিটি। মার্কিন সরকার জিম্মি ইস্যুতে কিভাবে কাজ করবে, সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে সংস্থাগুলো। সম্প্রতি গত কয়েক মাসে কট্টরপন্থী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ৩ মার্কিনিকে শিরোচ্ছেদ করে হত্যা করেছে। সর্বশেষ, ২৬ বছর বয়সী তরুণ ত্রাণকর্মী আবদুল রহমান কাসিগকে হত্যা করা হয়। কট্টরপন্থী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা কাসিগকে হত্যার ভিডিও প্রকাশ করে। ভিডিওটিতে মুখোশ পরা এক আইএস সদস্যকে একটি কাটা মাথার ওপর দাঁড়াতে দেখা গেছে। কাটা মাথাটি কাসিগের বলে নিশ্চিত করা হয় হোয়াইট হাউজের পক্ষ থেকে। কাসিগকে শিরñেদ করে হত্যার ঘটনাকে ‘সম্পূর্ণ অনৈতিক কর্মকা-’ বলে তীব্র নিন্দাও জানান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। একটি শরণার্থী সংগঠনের হয়ে কাজ করার সময় তাকে ধরে নিয়ে গিয়েছিল আইএস সদস্যরা। সন্তানের মৃত্যুতে তার পিতামাতা ভীষণভাবে মুষড়ে পড়েন। কাসিগসহ এ পর্যন্ত জিম্মি ৫ পশ্চিমা নাগরিককে হত্যা করা হলো।
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2B8HqbslhcQx5xPTni1ExHNKQxE9SOapbGlhMehdktOswwJri9WcUhagShJxyW1DYkasJlCP6xiQBaChKxc1yWkWNV6zZ4uI37Pbe64qMwJ_Iuc3acLhJRKc45eW-1CmHdiEed69IGsc/s1600/obama+jimmmi.jpg)
No comments