মার্কিনবিরোধী গভর্নর নির্বাচিত
জাপানের ওকিনাওয়া দ্বীপের স্থানীয় নির্বাচনে মার্কিন ঘাঁটিবিরোধী গভর্নর প্রার্থী তাকেশি ওনাগা বিজয়ী হয়েছেন। এতে দ্বীপটিতে মার্কিন সামরিক ঘাঁটি স্থানান্তরের বিষয়ে আমেরিকা ও জাপান সরকার যে পরিকল্পনা করেছিল তা বাধাগ্রস্ত হবে। খবর বিবিসির। ওনাগার এ বিজয়কে মার্কিন সরকার ও জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের জন্য বিপর্যয় বলে মনে করা হচ্ছে। কারণ নতুন গভর্নর ওকিনাওয়া দ্বীপের কোথাও মার্কিন সামরিক ঘাঁটি রাখতে চান না। তিনি নির্বাচনের আগে ঘাঁটি স্থানান্তরের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছিলেন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী ও বর্তমান গভর্নর হিরোকাজু নাকাইমার অবস্থান ছিল ঘাঁট স্থানান্তরের পক্ষে। সোমবার প্রকাশিত ফলাফলে দেখা যায়, ওনাগা পেয়েছেন তিন লাখ ৬০ হাজার ৮২০ ভোট। অন্যদিকে হিরোকাজু পেয়েছেন দুই লাখ ৬১ হাজার ৭৬ ভোট। নির্বাচনে বিজয়ী হওয়ার পর তাকেশি ওনাগা পরিষ্কার ইঙ্গিত দিয়েছেন যে, তিনি ওকিনাওয়া দ্বীপের কোথাও মার্কিন ঘাঁটি স্থানান্তরের পক্ষে মত দেবেন না।
No comments