ছোট খবর
নয়াদিল্লি
সবচেয়ে উঁচু মন্দির
সুউচ্চ মন্দির। তিনটি কুতুব মিনারের সমান উঁচু। কাজও শুরু হয়ে গেছে জোরশোরে। বিশ্বের সবচেয়ে উঁচু কৃষ্ণমন্দির তৈরি হতে চলেছে ভারতের প্রাচীন শহর বৃন্দাবনে। আগামী ৫ বছরের মধ্যেই এই মন্দির তৈরি হয়ে যাবে বলে জানা গেছে। মন্দিরটি নির্মাণের দায়িত্বে থাকা ইসকনের তরফে জানানো হয়েছে, বৃন্দাবন চন্দ্রোদয়া মন্দিরটির উচ্চতা হবে ৭০০ ফুট। দিল্লির সুলতান কুতুবউদ্দিন আইবেকের তৈরি কুতুব মিনারের উচ্চতার থেকেও তিনগুণ বেশি। চলতি বছরের ১৬ মার্চ বিশ্বের সবচেয়ে উঁচু এই কৃষ্ণমন্দিরটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মন্দিরটি নির্মাণে খরচ হচ্ছে ৩০০ কোটি টাকা। এনডিটিভি
মস্কো
কূটনীতিক বহিষ্কার
ইউক্রেন ইস্যু নিয়ে ক্রমেই রাশিয়া-পশ্চিমা বিশ্ব সম্পর্ক জটিল হচ্ছে। এর ধারাবাহিকতায় রাশিয়ায় নিযুক্ত জার্মানির একজন কূটনীতিককে বহিষ্কার করেছে মস্কো। জার্মানি থেকে রাশিয়ার একজন কূটনীতিককে বহিষ্কারের পর মস্কো প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ নিয়েছে। মার্কিন ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, রুশ সরকারের প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়ার কারণে মস্কোয় নিযুক্ত জার্মান ওই কূটনীতিক দেশে ফিরে গেছেন। জার্মানির এ কর্মকর্তা রাশিয়ার পদক্ষেপকে অন্যায় বলে অভিহিত করেছেন এবং এ বিষয়ে রুশ সরকারের কাছে জার্মানির হতাশার কথা জানানো হয়েছে বলে উল্লেখ করেছেন। এএফপি
ইসলামাবাদ
ক্ষেপণাস্ত্রের পরীক্ষা
পরমাণু ও টর্পেডো বহনে সক্ষম মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র হাতফ-৪ (শাহীন ১-এ)-এর সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার ৯০০ কিলোমিটার পর্যন্ত পরমাণু ও টর্পেডো বহনে সক্ষম এ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়েছে। শাহীন ১-এ ক্ষেপণাস্ত্র শাহীন-১-এর উন্নত সংস্করণ। এর আগে ১৩ নভেম্বর পাকিস্তান মধ্যম মাত্রার ক্ষেপণাস্ত্র শাহীন-২ (হাতফ-৬)-এর সফল পরীক্ষা চালায়। ডন
মনরোভিয়া
১৬০ স্বাস্থ্যকর্মী
মারাত্মকভাবে ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের মোকাবেলায় প্রচেষ্টা জোরদার করতে চীনের স্বাস্থ্যকর্মীদের একটি বড় টিম লাইবেরিয়া পৌঁছেছে। সোমবার এএফপি এ খবর দিয়েছে।
এদিকে সিয়েরা লিওনে ইবোলা ভাইরাসে আক্রান্ত যুক্তরাষ্ট্রভিত্তিক একজন চিকিৎসক গুরুতর অসুস্থ বলে জানানো হয়েছে।
ইবোলা মোকাবেলায় চীনা স্বাস্থ্যকর্মীদের ১৬০ জনের একটি শক্তিশালী টিম পাঠানো হয়েছে। এপি
নয়াদিল্লি
আন্নার গুমর ফাঁস
ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী সালমান খুরশিদের বইবোমায় আক্রান্ত হতে যাচ্ছেন ব্যতিক্রমী রাজনীতিক হিসেবে আলোচিত আন্না হাজারে।
কিছু দিনের মধ্যেই বাজারে আসতে চলেছে সালমান খুরশিদের লেখা এ বই। মনে করা হচ্ছে, বইটি বাজারে আসার পর জাতীয় রাজনীতির আঙিনা উত্তপ্ত হয়ে উঠবে। ইতিমধ্যেই গুঞ্জন ছড়িয়েছে, বইটিতে রয়েছে আন্না হাজারের সঙ্গে কেজরিওয়ালের বিচ্ছেদের কারণ নিয়ে চুলচেরা বিশ্লেষণ। বইয়ে নাকি খুরশিদ লিখেছেন, কেজরির সঙ্গে আন্নার মতবিরোধের মূল কারণ আন্না তলে তলে কংগ্রেসের সঙ্গে আঁতাতের চেষ্টায় ছিলেন। এএপপি
সবচেয়ে উঁচু মন্দির
সুউচ্চ মন্দির। তিনটি কুতুব মিনারের সমান উঁচু। কাজও শুরু হয়ে গেছে জোরশোরে। বিশ্বের সবচেয়ে উঁচু কৃষ্ণমন্দির তৈরি হতে চলেছে ভারতের প্রাচীন শহর বৃন্দাবনে। আগামী ৫ বছরের মধ্যেই এই মন্দির তৈরি হয়ে যাবে বলে জানা গেছে। মন্দিরটি নির্মাণের দায়িত্বে থাকা ইসকনের তরফে জানানো হয়েছে, বৃন্দাবন চন্দ্রোদয়া মন্দিরটির উচ্চতা হবে ৭০০ ফুট। দিল্লির সুলতান কুতুবউদ্দিন আইবেকের তৈরি কুতুব মিনারের উচ্চতার থেকেও তিনগুণ বেশি। চলতি বছরের ১৬ মার্চ বিশ্বের সবচেয়ে উঁচু এই কৃষ্ণমন্দিরটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মন্দিরটি নির্মাণে খরচ হচ্ছে ৩০০ কোটি টাকা। এনডিটিভি
মস্কো
কূটনীতিক বহিষ্কার
ইউক্রেন ইস্যু নিয়ে ক্রমেই রাশিয়া-পশ্চিমা বিশ্ব সম্পর্ক জটিল হচ্ছে। এর ধারাবাহিকতায় রাশিয়ায় নিযুক্ত জার্মানির একজন কূটনীতিককে বহিষ্কার করেছে মস্কো। জার্মানি থেকে রাশিয়ার একজন কূটনীতিককে বহিষ্কারের পর মস্কো প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ নিয়েছে। মার্কিন ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, রুশ সরকারের প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়ার কারণে মস্কোয় নিযুক্ত জার্মান ওই কূটনীতিক দেশে ফিরে গেছেন। জার্মানির এ কর্মকর্তা রাশিয়ার পদক্ষেপকে অন্যায় বলে অভিহিত করেছেন এবং এ বিষয়ে রুশ সরকারের কাছে জার্মানির হতাশার কথা জানানো হয়েছে বলে উল্লেখ করেছেন। এএফপি
ইসলামাবাদ
ক্ষেপণাস্ত্রের পরীক্ষা
পরমাণু ও টর্পেডো বহনে সক্ষম মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র হাতফ-৪ (শাহীন ১-এ)-এর সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার ৯০০ কিলোমিটার পর্যন্ত পরমাণু ও টর্পেডো বহনে সক্ষম এ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়েছে। শাহীন ১-এ ক্ষেপণাস্ত্র শাহীন-১-এর উন্নত সংস্করণ। এর আগে ১৩ নভেম্বর পাকিস্তান মধ্যম মাত্রার ক্ষেপণাস্ত্র শাহীন-২ (হাতফ-৬)-এর সফল পরীক্ষা চালায়। ডন
মনরোভিয়া
১৬০ স্বাস্থ্যকর্মী
মারাত্মকভাবে ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের মোকাবেলায় প্রচেষ্টা জোরদার করতে চীনের স্বাস্থ্যকর্মীদের একটি বড় টিম লাইবেরিয়া পৌঁছেছে। সোমবার এএফপি এ খবর দিয়েছে।
এদিকে সিয়েরা লিওনে ইবোলা ভাইরাসে আক্রান্ত যুক্তরাষ্ট্রভিত্তিক একজন চিকিৎসক গুরুতর অসুস্থ বলে জানানো হয়েছে।
ইবোলা মোকাবেলায় চীনা স্বাস্থ্যকর্মীদের ১৬০ জনের একটি শক্তিশালী টিম পাঠানো হয়েছে। এপি
নয়াদিল্লি
আন্নার গুমর ফাঁস
ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী সালমান খুরশিদের বইবোমায় আক্রান্ত হতে যাচ্ছেন ব্যতিক্রমী রাজনীতিক হিসেবে আলোচিত আন্না হাজারে।
কিছু দিনের মধ্যেই বাজারে আসতে চলেছে সালমান খুরশিদের লেখা এ বই। মনে করা হচ্ছে, বইটি বাজারে আসার পর জাতীয় রাজনীতির আঙিনা উত্তপ্ত হয়ে উঠবে। ইতিমধ্যেই গুঞ্জন ছড়িয়েছে, বইটিতে রয়েছে আন্না হাজারের সঙ্গে কেজরিওয়ালের বিচ্ছেদের কারণ নিয়ে চুলচেরা বিশ্লেষণ। বইয়ে নাকি খুরশিদ লিখেছেন, কেজরির সঙ্গে আন্নার মতবিরোধের মূল কারণ আন্না তলে তলে কংগ্রেসের সঙ্গে আঁতাতের চেষ্টায় ছিলেন। এএপপি
No comments