পানিতে ডুবে বছরে ৩,৭২০০০ মানুষের মৃত্যু
সারা বিশ্বে প্রতি বছর পানিতে ডুবে মৃত্যুবরণ করেন ৩ লাখ ৭২ হাজার মানুষ। প্রতি ঘণ্টায় সলিলসমাধি হয় ৪০ জনের। বিশ্বের প্রতিটি অঞ্চলে শিশু ও তরুণ-তরুণীদের প্রাণহানির শীর্ষ ১০ প্রধান কারণের মধ্যে পানিতে ডুবে মারা যাওয়া অন্যতম। গতকাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) উদ্বেগজনক এ পরিসংখ্যান তুলে ধরেছে। জাতিসংঘের ডেপুটি মুখপাত্র ফারহান হক গতকাল এ তথ্য দেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। পানিতে ডুবে প্রাণহানি প্রতিরোধে এখনই নানামুখী উদ্যোগ নেয়া অপরিহার্য। এ জন্য জাতীয় পর্যায়ের নীতি-নির্ধারক ও স্থানীয় সম্প্রদায়গুলোকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন ফারহান হক। সম্প্রতি জলবায়ু পরিবর্তন ইস্যুতে আয়োজিত সম্মেলনগুলোতে সমন্বিত বেশ কিছু উদ্যোগ নেয়া হয়েছে। একইভাবে পানিতে ডুবে মৃত্যু ঠেকাতে এ ধরনের সমন্বিত উদ্যোগ নেয়া অপরিহার্য বলে মনে করেন তিনি।
No comments