অ্যান্ডারসনের নামই শোনেননি আফ্রিদি
১৭
বছর আগে গড়া তার রেকর্ডটিতে এতদিন আঁচড় বসাতে পারেনি কেউ। ১৯৯৬ সালে
নাইরোবিতে শ্রীলংকার বিপক্ষে যখন একের পর এক ওভারবাউন্ডারিতে চামিন্দা ভাস,
কুমার ধর্মসেনা কিংবা মুত্তিয়া মুরালিধরনদের গ্যালারিতে আছড়ে ফেলছিলেন
শহিদ আফ্রিদি, তখন নিউজিল্যান্ডের কোরে অ্যান্ডারসন মাত্র ছয় বছরের শিশু।
কেন্টারবুরির ক্রাইস্টচার্চের বাঁহাতি ব্যাটসম্যান হিসেবে গড়ে ওঠা এ
ক্রিকেটারকে আফ্রিদির না চেনারই কথা। কারণ সদ্য সাবেক হওয়া ২০১৩ সালেই যে
কোরে অ্যান্ডারসনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক! আফ্রিদিদেরও এ সময়ের
মধ্যে মুখোমুখি হতে হয়নি কিউইদের। তবে কোরে অ্যান্ডারসন শুধু আফ্রিদি কেন,
নিজেকে চিনিয়েছেন পুরো ক্রিকেটবিশ্বে। আফ্রিদির ৩৭ বলে দ্রুততম ওয়ানডে
সেঞ্চুরির রেকর্ড পেছনে ফেলে মাত্র ৩৬ বলে দ্রুততম সেঞ্চুরির মালিক হয়ে
গেলেন কিউই এ ব্যাটসম্যান। স্বাভাবিকভাবেই 'অচেনা' এ ব্যাটসম্যানের
প্রশংসায় পঞ্চমুখ হলেন আফ্রিদি। জানালেন অভিনন্দন। কুইন্সটাউন ইভেন্টস
সেন্টারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাসমান সাগর থেকে ওঠা টর্নেডো যেন একাই
টেনে নিয়ে এলেন কোরে অ্যান্ডারসন। রস টেলর আউট হওয়ার পর পাঁচ নম্বরে
ব্যাটিংয়ে নেমেছিলেন এ অলরাউন্ডার। শুরু থেকেই ঝড় বইয়ে দিতে শুরু করেছিলেন
তিনি। একে একে ১২টি ছক্কার মার মেরে ৩৬তম বলে পেঁৗছে গেলেন এভারেস্টের
চূড়ায়। আফ্রিদির রেকর্ডের এক বল আগেই অ্যান্ডারসন পেঁৗছে যান গৌরবের
মাইলফলকে। আফ্রিদিও যখন দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন, তখন তার বয়স
ছিল মাত্র ১৬ বছর। কোরে অ্যান্ডারসনের গড়া নতুন রেকর্ডটির কথাও প্রথমে
জানতে পারেননি পাকিস্তানি ড্যাশিং অলরাউন্ডার। সকালে ঘুম থেকে উঠে তার
ভাতিজার কাছ থেকে প্রথম শোনেন এ ঘটনা। তিনি বলেন, 'আমি এর আগে কখনও তার নাম
শুনিনি। সকালবেলা আমার এক ভাতিজা এসে প্রথম এ ঘটনা জানায়। বলল, বছরের
প্রথম দিনেই আমার রেকর্ড ভেঙেছে কিউই এক ক্রিকেটার। তার নাম কোরে
অ্যান্ডারসন। তবে আমি বলব, এটা সত্যিই একটা বড় অর্জন এবং অ্যান্ডারসন সব
প্রশংসাই দাবি করতে পারে এখন। মাত্র ৩৬ বলে সেঞ্চুরি করা সত্যি যেনতেন কথা
নয়।' নিজের রেকর্ড ভেঙে ফেলায় হতাশ নন আফ্রিদি। তিনি বলেন, 'রেকর্ড গড়াই হয়
ভাঙার জন্য এবং আমি জানতাম, এটা একদিন কেউ না কেউ ভাঙবেই।' আফ্রিদি এটাও
স্বীকার করেছেন, তিনি আশা করতেন_ তার নিজের রেকর্ডটা অন্তত তার অবসর না
নেওয়া পর্যন্ত অক্ষুণ্ন থাকুক। কারণ এটা তার নিজের এবং পাকিস্তানের জন্য বড়
একটি সম্মানের বিষয়। তবে অ্যান্ডারসনের এ রেকর্ডও খুব বেশিদিন টিকবে না
বলে বিশ্বাস করেন আফ্রিদি। তিনি বলেন, 'টি২০-র এই যুগে অ্যান্ডারসনের এ
ইনিংস অনেক বড় বিজ্ঞাপন এবং আমার বিশ্বাস, খুব বেশিদিন টিকবে না এ রেকর্ড।'
No comments