দ্রুততম সেঞ্চুরিয়ান অ্যান্ডারসন
নতুন
বছরের প্রথম দিনেই অবিস্মরণীয় এক রেকর্ড গড়ে ফেললেন নিউজিল্যান্ডের
ক্রিকেটার কোরে অ্যান্ডারসন। ২৩ বছর বয়সী কিউই অলরাউন্ডার পাঁচ নম্বরে নেমে
ভেঙে দিলেন ১৭ বছর আগে করা পাকিস্তানের শহিদ আফ্রিদির ৩৭ বলে গড়া ওয়ানডের
দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। রেকর্ড গড়তে অ্যান্ডারসন খেলেছেন মাত্র ৩৬ বল।
গতকাল বুধবার নিউজিল্যান্ডের কুইন্সটাউনের ইভেন্টস সেন্টার স্টেডিয়ামে
তৃতীয় ওয়ানডেতে কীর্তিটি গড়েন এই বাঁহাতি ব্যাটসম্যান। বৃষ্টিবিঘ্নিত
ম্যাচটি কমে দাঁড়িয়েছিল ২১ ওভারে। ফলে টি২০-এর অনিবার্য স্বাদ ছিল এই
ম্যাচে, যার কারণে মঞ্চ ছিল প্রস্তুত। রস টেলরের আউটের পর অষ্টম ওভারে মাঠে
নামলেন অ্যান্ডারসন। তার আগেই রুদ্রমূর্তি ধারণ করেছেন এ ম্যাচেই দলে
প্রত্যাবর্তন করা বাঁহাতি ওপেনার জেসি রাইডার। রাইডার তখন খেলছেন ২০ বলে ৪১
রান নিয়ে। কিন্তু তিনি যখন ৪১ বলে ৮৩ রানে দাঁড়িয়ে, তখনই অ্যান্ডারসন
নিকিতা মিলারের শর্ট বলকে লং-লেগ বাউন্ডারির ওপর দিয়ে ছয় মেরে ১৭ বছরের
অসাধ্য কাজকে সাধন করে দেখালেন। ১৯৯৬ সালে কেনিয়ার নাইরোবির জিমখানা
স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে পাকিস্তানি অলরাউন্ডার শহিদ আফ্রিদি তার
জীবনের প্রথম ইনিংসে (দ্বিতীয় ম্যাচ) তিন নম্বরে নেমে গড়েছিলেন এ রেকর্ড।
তবে বিখ্যাত এ রেকর্ড ভাঙার মুহূর্তটা সম্বন্ধে অ্যান্ডারসন বলেছেন, 'না,
আসলেই না। আমি ভাবছিলাম, সেঞ্চুরিটা অনেক দ্রুত হয়ে গেল। আমার মাথাতেই
আসেনি যে এটাই দ্রুততম।' সম্প্রতি বাংলাওয়াশ হওয়া নিউজিল্যান্ড দলের সবচেয়ে
সফল ব্যাটসম্যান ছিলেন এই কোরে অ্যান্ডারসনই। অ্যান্ডারসন ও রাইডারের ১৯১
রানের চতুর্থ উইকেট জুটিতে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে
তোলে ২৮৩ রান। দলীয় ২৭৫ রানের মাথায় রাইডার ১২ চার আর ৫ ছয়ে ৫১ বলে ১০৪ রান
করে আউট হন। রাইডার ৪৬ বলে তার সেঞ্চুরি পূর্ণ করেন, যা ওয়ানডে ইতিহাসের
ষষ্ঠ দ্রুততম সেঞ্চুরি। ক্রিকেট ইতিহাসে এই প্রথম কোনো ম্যাচে দু'জন
ব্যাটসম্যান ৫০ বলের কমে সেঞ্চুরি করলেন। তবে সবকিছু ছাপিয়ে বড় হয়ে উঠেছে
অ্যান্ডারসনের দানবীয় ব্যাটিং। এই ব্যাটিং রেকর্ড এমন এক উচ্চতায় তাকে তুলে
দিয়েছে যে, ওয়েস্ট ইন্ডিজকে নিজেদের ইতিহাসের সবচেয়ে বেশি ১৫৯ রানের
ব্যবধানে হারিয়েও নিউজিল্যান্ডের কীর্তি নিয়ে আলোচনা খুবই কম। নতুন বছরে
সবারই প্রশংসাবাক্যে এখন একটাই নাম- কোরে অ্যান্ডারসন!
No comments