রূপালি বছরের প্রত্যাশা
নতুন
বছর ভালো কাটবে—এ প্রত্যাশা খেলা করে সবার মনে। শিল্পরথের যাত্রীরাও এর
বাইরে নন। পুরনো কাজের সাফল্য আর ব্যর্থতা ছাপিয়ে আবার ছুট। এই ছুটে চলার
পথে থাকে নতুন পরিকল্পনা, থাকে চ্যালেঞ্জ। চলচ্চিত্র শিল্পে বইছে পরিবর্তন
বা নতুনত্বের হাওয়া। নতুন বছরের শুরুতে চলছে ডানা মেলে দেওয়ার প্রস্তুতি।
প্রতি বছরের মতো ২০১৪ সালেও মুক্তি পাবে একঝাঁক চলচ্চিত্র। নতুন মাত্রা যোগ
করতে এগিয়ে চলেছে ছবিগুলোর কাজ। লিখেছেন সোমেশ্বর অলি কয়েক বছরের তুলনায়
২০১৪ সালে আশা জাগানিয়া একঝাঁক ছবি মুক্তির সম্ভাবনা দেখা দিয়েছে। মুক্তির
অপেক্ষায় এবং নির্মাণের শেষ পর্যায়ে থাকা ছবির সংখ্যা শতাধিক। ডিজিটাল
ফরম্যাটে ছবি নির্মাণ ও মুক্তি দেওয়ার ব্যাপারে নির্মাতাদের আগ্রহ তৈরি
হওয়ায় নতুন নতুন ছবির নির্মাণ সংখ্যা আরও বাড়বে নিঃসন্দেহে। স্বাভাবিকভাবেই
ছবি মুক্তির সংখ্যা বাড়তে পারে। গত বছর মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত
'টেলিভিশন' ছবিটি দেশ-বিদেশে আলোচনা তৈরি করে। ছবিটির মুক্তির মাত্র চার
মাসের মাথায় ফারুকী একসঙ্গে দুটি ছবি নির্মাণের ঘোষণা দেন। এর মধ্যে
'পিঁপড়াবিদ্যা'র কাজও শেষ করেছেন তিনি। এতে তিনি প্রধান চরিত্রে নিয়েছেন
শিনা চৌহানকে। অন্যদিকে 'ডুবোশহর'-এর কাজও শুরু হবে অচিরেই। এখানে অভিনয়
করবেন নুসরাত ইমরোজ তিশা ও মেহজাবিন। ফারুকী জানান, হাজার বছর ধরে চলে আসা
মধ্যবিত্ত পরিবারের এক যুবকের আশা, না-পাওয়া, অবদমিত বিষণ্নতা, সীমাবদ্ধতা,
লোভের লাগামহীন বিচরণ প্রভৃতি নিয়ে এগিয়েছে 'পিঁপড়াবিদ্যা' ছবির গল্প। এরই
মধ্যে ছবিটির আন অফিসিয়াল ট্রেলার দেখা গেছে। অন্যদিকে 'ডুবোশহর' ছবির মূল
বিষয় দুই তরুণীর বন্ধুত্ব, প্রেম, পথের বাঁক ও বাঁকের সামনে দিগন্তের
হাতছানি। চলচ্চিত্র দুটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করছেন ফারুকী নিজেই।
দুটি ছবিই প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। এ দুটি ছবি নতুন বছরে নতুন
আশার সঞ্চার করতে পারে।
নতুন বছরে মুক্তি প্রতীক্ষিত যে ছবিটি নিয়ে এখন পর্যন্ত বেশি আলোচনা হয়েছে তার নাম 'অগি্ন'। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ও ইফতেখার চৌধুরী পরিচালিত এ ছবির ট্রেলার দেখে ছবিটি নিয়ে আশাবাদী অনেকে। নতুন বছরে ছবিটি ইন্ডাস্ট্রিতে নতুন মাত্রা ও উদাহরণ তৈরি করতে পারে বলে অনেকে মনে করছেন। ছবিতে মাহি ও আরেফিন শুভকে ভিন্নমাত্রায় উপস্থাপন করা হয়েছে বলে পরিচালক জানান। এটি মুক্তি পাবে আগামী ফেব্রুয়ারিতে। এ ছাড়া মুক্তির প্রতীক্ষায় আছে একই পরিচালকের 'রাজত্ব' [শাকিব খান, ববি] ও 'অ্যাকশন জেসমিন' [ববি, সাইমন]। ইফতেখার চৌধুরী বলেন, 'আমাদের মধ্যে পেশাদারি মনোভাব ফিরে আসুক_ এই প্রত্যাশা করি। আর যিনি যে সেক্টরে আছেন তিনি তার সর্বোচ্চ মেধা ও শ্রমটুকু দিলেই আমাদের ছবির ইতিহাস পাল্টে যেতে পারে।'
এ বছর মুক্তি পেতে পারে বদিউল আলম খোকনের দুটি ছবি। এগুলো হলো 'হিরো-দ্য সুপারস্টার' [শাকিব খান, অপু বিশ্বাস, ববি] ও 'রাজা হ্যান্ডসাম' [শাকিব খান, অপু বিশ্বাস]। এ দুটি ছবি আসবে শাকিবের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে। খোকন বলেন, 'গত বছর আমার দুটি ছবি ব্যবসাসফল হয়েছে। এর মধ্যে 'মাই নেম ইজ খান' অন্যতম। নতুন বছরেও আমি আশাবাদী। ডিজিটালের পুরোপুরি সহায়তা নিয়ে আমি তৈরি করেছি 'চিরদিনই তুমি যে আমার' ছবিটি। সব মিলিয়ে নতুন বছরে আমার ছবি মুক্তি পাবে ৩টি।'
শাকিব খান বলেন, 'নতুন বছরে নতুনভাবে আসতে চাই দর্শকের সামনে। অনেক ভেবেচিন্তে ছবি প্রযোজনায় আসছি। চলচ্চিত্র শিল্পে বাড়তি কিছু যোগ করতে চাই। সব মিলিয়ে আমি বছরে ছয়টি ছবিতে অভিনয় করব। অর্থাৎ আমি আরও মনোযোগ দিয়ে কাজগুলো করতে পারব।'
দীর্ঘদিন ধরে মুক্তির অপেক্ষায় আছে ফেরদৌস প্রযোজিত ও নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত 'এক কাপ চা' [মৌসুমী, ফেরদৌস]। আগামী ফেব্রুয়ারি মাসে ছবিটি মুক্তি পেতে পারে বলে ফেরদৌস জানিয়েছেন। তিনি বলেন, 'নতুন বছরে কোনো অস্থিরতা যেন আমাদের চলচ্চিত্রে বিরূপ প্রভাব না ফেলে, এই প্রত্যাশা করি। নির্বাচনোত্তর সময়ে আমার ছবিটি আলোর মুখ দেখবে।'
জাকির হোসেন রাজু পরিচালিত একাধিক ছবি মুক্তি পাবে নতুন বছরে। এর মধ্যে আছে 'দবির সাহেবের সংসার' [বাপ্পী, মাহি, রোজ], 'ময়না মতি' [বাপ্পী, মাহি, মিলন] ও 'মনের মতো মানুষ পাইলাম না' [শাকিব খান, অপু বিশ্বাস] প্রভৃতি। গত বছরে 'পোড়ামন' ছবির জন্য আলোচিত ছিলেন এ নির্মাতা। নতুন বছরেও তিনি চমক দেখাতে পারেন বলে মনে করছেন অনেকে।
চ্যানেল নাইন প্রযোজিত প্রথম চলচ্চিত্র 'ছায়া-ছবি'। এর চিত্রায়ন শেষ হয়েছে বেশ আগে। আসি আসি করেও মুক্তি পায়নি মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এ ছবিটি। নতুন বছরে ছবিটি মুক্তি পাবে। এতে পূর্ণিমার সঙ্গে জুটি বেঁধেছেন আরেফিন শুভ।
এ বছর মুক্তি পাবে সাফি উদ্দিন সাফির একাধিক ছবি। এর মধ্যে 'রেড-দ্য কালার অব লাভ' [শাকিব খান, অপু বিশ্বাস] ছবির চিত্রায়ন শেষের পথে। শুটিং শুরু হবে 'প্রেম করে আমি মরবো' [শাকিব খান ও তিশা] ছবির। সাফি বলেন, 'পূর্ণ্যদৈর্ঘ্য প্রেম কাহিনী'র সাফল্য নিয়ে গত বছরটা ভালোই কেটেছে। নতুন বছরেও আমি আশাবাদী। ইতিবাচক প্র্রতিযোগিতা নিয়ে নির্মাতারা কাজ করবেন—এটাই প্রত্যাশা করি।'
মুক্তি পেতে পারে অনন্ত জলিল পরিচালিত 'মোস্ট ওয়েলকাম টু' [অনন্ত, বর্ষা], তানভীর মোকাম্মেলের 'জীবনঢুলী' [শতাব্দী ওয়াদুদ, জ্যোতিকা জ্যোতি], মুরাদ পারভেজের 'বৃহন্নলা' [ফেরদৌস, সোহানা সাবা], মাসুদ পথিকের 'নেকাব্বরের মহাপ্রয়াণ' [সিমলা], আবু শাহেদ ইমনের 'জালালের পিতাগণ'
নতুন বছরে মুক্তি প্রতীক্ষিত যে ছবিটি নিয়ে এখন পর্যন্ত বেশি আলোচনা হয়েছে তার নাম 'অগি্ন'। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ও ইফতেখার চৌধুরী পরিচালিত এ ছবির ট্রেলার দেখে ছবিটি নিয়ে আশাবাদী অনেকে। নতুন বছরে ছবিটি ইন্ডাস্ট্রিতে নতুন মাত্রা ও উদাহরণ তৈরি করতে পারে বলে অনেকে মনে করছেন। ছবিতে মাহি ও আরেফিন শুভকে ভিন্নমাত্রায় উপস্থাপন করা হয়েছে বলে পরিচালক জানান। এটি মুক্তি পাবে আগামী ফেব্রুয়ারিতে। এ ছাড়া মুক্তির প্রতীক্ষায় আছে একই পরিচালকের 'রাজত্ব' [শাকিব খান, ববি] ও 'অ্যাকশন জেসমিন' [ববি, সাইমন]। ইফতেখার চৌধুরী বলেন, 'আমাদের মধ্যে পেশাদারি মনোভাব ফিরে আসুক_ এই প্রত্যাশা করি। আর যিনি যে সেক্টরে আছেন তিনি তার সর্বোচ্চ মেধা ও শ্রমটুকু দিলেই আমাদের ছবির ইতিহাস পাল্টে যেতে পারে।'
এ বছর মুক্তি পেতে পারে বদিউল আলম খোকনের দুটি ছবি। এগুলো হলো 'হিরো-দ্য সুপারস্টার' [শাকিব খান, অপু বিশ্বাস, ববি] ও 'রাজা হ্যান্ডসাম' [শাকিব খান, অপু বিশ্বাস]। এ দুটি ছবি আসবে শাকিবের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে। খোকন বলেন, 'গত বছর আমার দুটি ছবি ব্যবসাসফল হয়েছে। এর মধ্যে 'মাই নেম ইজ খান' অন্যতম। নতুন বছরেও আমি আশাবাদী। ডিজিটালের পুরোপুরি সহায়তা নিয়ে আমি তৈরি করেছি 'চিরদিনই তুমি যে আমার' ছবিটি। সব মিলিয়ে নতুন বছরে আমার ছবি মুক্তি পাবে ৩টি।'
শাকিব খান বলেন, 'নতুন বছরে নতুনভাবে আসতে চাই দর্শকের সামনে। অনেক ভেবেচিন্তে ছবি প্রযোজনায় আসছি। চলচ্চিত্র শিল্পে বাড়তি কিছু যোগ করতে চাই। সব মিলিয়ে আমি বছরে ছয়টি ছবিতে অভিনয় করব। অর্থাৎ আমি আরও মনোযোগ দিয়ে কাজগুলো করতে পারব।'
দীর্ঘদিন ধরে মুক্তির অপেক্ষায় আছে ফেরদৌস প্রযোজিত ও নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত 'এক কাপ চা' [মৌসুমী, ফেরদৌস]। আগামী ফেব্রুয়ারি মাসে ছবিটি মুক্তি পেতে পারে বলে ফেরদৌস জানিয়েছেন। তিনি বলেন, 'নতুন বছরে কোনো অস্থিরতা যেন আমাদের চলচ্চিত্রে বিরূপ প্রভাব না ফেলে, এই প্রত্যাশা করি। নির্বাচনোত্তর সময়ে আমার ছবিটি আলোর মুখ দেখবে।'
জাকির হোসেন রাজু পরিচালিত একাধিক ছবি মুক্তি পাবে নতুন বছরে। এর মধ্যে আছে 'দবির সাহেবের সংসার' [বাপ্পী, মাহি, রোজ], 'ময়না মতি' [বাপ্পী, মাহি, মিলন] ও 'মনের মতো মানুষ পাইলাম না' [শাকিব খান, অপু বিশ্বাস] প্রভৃতি। গত বছরে 'পোড়ামন' ছবির জন্য আলোচিত ছিলেন এ নির্মাতা। নতুন বছরেও তিনি চমক দেখাতে পারেন বলে মনে করছেন অনেকে।
চ্যানেল নাইন প্রযোজিত প্রথম চলচ্চিত্র 'ছায়া-ছবি'। এর চিত্রায়ন শেষ হয়েছে বেশ আগে। আসি আসি করেও মুক্তি পায়নি মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এ ছবিটি। নতুন বছরে ছবিটি মুক্তি পাবে। এতে পূর্ণিমার সঙ্গে জুটি বেঁধেছেন আরেফিন শুভ।
এ বছর মুক্তি পাবে সাফি উদ্দিন সাফির একাধিক ছবি। এর মধ্যে 'রেড-দ্য কালার অব লাভ' [শাকিব খান, অপু বিশ্বাস] ছবির চিত্রায়ন শেষের পথে। শুটিং শুরু হবে 'প্রেম করে আমি মরবো' [শাকিব খান ও তিশা] ছবির। সাফি বলেন, 'পূর্ণ্যদৈর্ঘ্য প্রেম কাহিনী'র সাফল্য নিয়ে গত বছরটা ভালোই কেটেছে। নতুন বছরেও আমি আশাবাদী। ইতিবাচক প্র্রতিযোগিতা নিয়ে নির্মাতারা কাজ করবেন—এটাই প্রত্যাশা করি।'
মুক্তি পেতে পারে অনন্ত জলিল পরিচালিত 'মোস্ট ওয়েলকাম টু' [অনন্ত, বর্ষা], তানভীর মোকাম্মেলের 'জীবনঢুলী' [শতাব্দী ওয়াদুদ, জ্যোতিকা জ্যোতি], মুরাদ পারভেজের 'বৃহন্নলা' [ফেরদৌস, সোহানা সাবা], মাসুদ পথিকের 'নেকাব্বরের মহাপ্রয়াণ' [সিমলা], আবু শাহেদ ইমনের 'জালালের পিতাগণ'
No comments