'আজীবন বার্সাতেই থাকতে চাই'
৫৯ দিন পর বার্সার জার্সি গায়ে মাঠে ফিরেই জোড়া গোল করলেন মেসি |
গোল
ডটকম শিরোনামই করেছে, 'মেসির হলিউডি কামব্যাক'। কোচ জেরার্ডো মার্টিনোর
মুখের কথা কেড়ে নিলেও গোল ডটকমের কথাটা খুবই যুক্তিযুক্ত। প্রায় দু'মাস পর
মাঠে ফিরেই মাত্র ২৬ মিনিটের ঝড়ে শুধু গেটাফের জালে দু'বার বলই জড়ালেন না,
কেড়ে নিলেন সবার হৃদয়ও। ৬৪ মিনিটে আন্দ্রেস ইনিয়েস্তার পরিবর্তে মাঠে নামার
পর মেসি যা দেখালেন, এরপর শুধু তার মুখেই মানায়_ 'বার্সাতেই কাটিয়ে দিতে
চাই পুরো ক্যারিয়ার।' সতীর্থ কার্লোস পুয়োল আরেকটু এগিয়ে। বললেন, 'কীভাবে
খেলতে হয়, সেটা মেসি কখনোই ভুলে যান না।' শুধু ক্লাবই নয়, জাতীয় দলেও যিনি
সতীর্থ, সেই হ্যাভিয়ের মাচেরানো স্যালুটই দিয়ে বসলেন মেসিকে। বার্সার
আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ছাড়া যেন ন্যু ক্যাম্প পুরোটাই অনুজ্জ্বল। গত
দু'মাসে সেটাই প্রমাণ হয়েছে। অথচ, তাকেই কেনার জন্য উঠে-পড়ে লেগেছে ফরাসি
ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। মেসির বাই আউট ক্লজের (২৫০ মিলিয়ন
ইউরো) পুরোটাই দিতে প্রস্তুত আরবীয় পেট্রো ডলারে ফুলে-ফেঁপে ওঠা ক্লাবটি।
পিএসজির প্রস্তাব নিয়ে আবার আলোচনাও হচ্ছে নানা পর্যায়ে। এমনকি
নিউইয়র্কভিত্তিক একটি অনলাইন খবর প্রকাশ করেছে, 'বার্সাও চিন্তাভাবনা করছে এ
প্রস্তাব নিয়ে।' শুধু তাই নয়, পারিশ্রমিক বাড়ানো ও চুক্তি নবায়ন নিয়ে
বার্সার সহ-সভাপতি হ্যাভিয়ের ফাউসের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ার পর অনেকেই মনে
করছেন, মেসিকে বিক্রির ব্যাপারে চিন্তাভাবনা করে থাকতে পারে বার্সা। এতসব
গুঞ্জন যখন ডালপালা মেলছিল আকাশে, ঠিক তখনই মেসি জানিয়ে দিলেন, 'অন্য কোথাও
নয়, আমি আজীবনই থাকতে চাই বার্সেলোনায়।' স্প্যানিশ দৈনিক এএসকে তিনি বলেন,
'এখানেই থাকার সিদ্ধান্ত নিয়েছি এবং এখানে থেকেই ক্যারিয়ার শেষ করতে চাই
আমি।' হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ৫৯ দিন পর মাঠে ফিরেছেন আর্জেন্টাইন এ
তারকা। মেসি বলেন, 'আমি সব সময়ই মুখিয়ে ছিলাম দলে ফেরার জন্য। দীর্ঘদিন
মাঠের বাইরে ছিলাম। ইনজুরি থেকে ফিরে অনুশীলনে নিজেকে ফিট মনে হওয়াতেই মাঠে
নামার প্রস্তুতি নিয়েছি। নিজেকে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করেছি। মাঠের
বাইরে থাকলে অনেক কিছুই বদলে যেতে চায়। তবে শারীরিকভাবে আমি সুস্থ,
হ্যামস্ট্রিংয়েও কোনো ব্যথা অনুভব করছি না। শারীরিকভাবেই এখন আমি পরিশ্রম
করতে পারি এবং সেটা বেশ উপভোগও করছি।' অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে
গুরুত্বপূর্ণ ম্যাচে খেলা নিয়ে মেসি বলেন, 'অ্যাথলেটিকোর বিপক্ষে খেলার
ইচ্ছা আছে। তবে এ নিয়ে কোচ ও চিকিৎসকদের সঙ্গে কথা বলব। সবকিছুর ওপর
ইনজুরি। আমি খেলতে চাই এবং তা যাতে বন্ধ হয়ে না যায় সে বিষয়টাই চিন্তা
করছি।' একই সঙ্গে চারবারের ফিফা বর্ষসেরা এই ফুটবলারের ইচ্ছা, ইনজুরিমুক্ত
থেকে ২০১৪ সালটা শেষ করা এবং আগামী জুনে ব্রাজিলে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে
নিজেকে পুরোপুরি মেলে ধরা। জুরিখে ফিফা ব্যালন ডি'অর অনুষ্ঠানে উপস্থিত
থাকবেন বলেও জানিয়েছেন মেসি। তিনি বলেন, 'আমি অবশ্যই ওই অনুষ্ঠানে উপস্থিত
থাকব। ব্যালন ডি'অরের তিনজনের মধ্যে থাকতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে।'
No comments