অন্ধ্রে সোনিয়া মন্দির
ভারতের কংগ্রেস পার্টির প্রধান সোনিয়া গান্ধীর মূর্তি সংবলিত একটি মন্দির নির্মাণ করছেন দলটির একজন সমর্থক। অন্ধ্রপ্রদেশ রাজ্যে ওই মন্দিরটি নির্মাণ করা হচ্ছে। বৃহস্পতিবার এ খবর প্রকাশ করেছে বিবিসি। সাবেক মন্ত্রী পি শংকর রাও মাহবুবনগর জেলায় এই মন্দির নির্মাণ করছেন। তিনি জানান, মন্দিরে সোনিয়ার ৯ ফুট উচ্চতার মূর্তি স্থাপন করা হবে। ইতালিয়ান বংশোদ্ভূত ৬৭ বছর বয়সী সোনিয়া ভারতের প্রভাবশালী রাজনীতিবিদদের একজন। যদিও সরকারিভাবে তিনি কোনো পদে নেই। কিন্তু সরকারের বিভিন্ন সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। নেহেরু-গান্ধী পরিবারের উত্তরসূরি সোনিয়া। এই পরিবারের তিনজন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। মন্দিরের ব্যাপারে শংকর বিবিসিকে বলেন, তিনি সোনিয়াকে ধন্যবাদ দেয়ার জন্য এই মন্দির নির্মাণ করছেন।
২০১৩ সালের জুলাইয়ে কংগ্রেস পার্টি দক্ষিণ অন্ধ্রপ্রদেশকে বিভক্ত করে তেলেঙ্গানা নামে নতুন রাজ্য করার ঘোষণা দেয়। দলের এই সিদ্ধান্তের জন্যই তিনি সোনিয়াকে ধন্যবাদ দিতে চান। সোনিয়ার নামেই এই মন্দিরের নামকরণ করা হবে বলেও জানান তিনি। অন্ধ্রপ্রদেশের ২৩টি জেলার মধ্যে ১০টি নিয়ে তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হচ্ছে। এর মধ্যে হায়দ্রাবাদও পড়বে। এ রাজ্যের মোট জনসংখ্যা তিন কোটি ৫০ লাখ। এটি ভারতের ষষ্ঠ বৃহত্তম নগর। শংকর বলেন, তেলেঙ্গানাকে একটি আলাদা রাজ্য হিসেবে দেখার আমাদের কয়েক দশকের পুরনো স্বপ্ন পূরণ করতে সোনিয়া গান্ধী ঐতিহাসিক ভূমিকা রেখেছেন। এজন্য এভাবে আমরা তাকে ধন্যবাদ জানাতে চাই। আমি আশা করি মন্দিরটি জনপ্রিয়তা লাভ করবে এবং সোনিয়া গান্ধীর জন্য প্রার্থনা নিয়ে এখানে লোকজন আসবেন। স্থানীয় শিল্পীরা সোনিয়ার মূর্তিটি তৈরি করছেন। মূর্তির এক হাতে অঙ্কুর এবং অন্য হাতে এক গামলা ফল ধরা থাকবে। নতুন রাজ্য হিসেবে নাম ঘোষণা করার চূড়ান্ত বিষয়টি এখন দেশটির সংসদের ওপর নির্ভর করছে। ২৬ জানুয়ারির মধ্যে রাজ্য সমাবেশে এ ব্যাপারে অবশ্যই একটি রেজ্যুলেশন পাস হতে হবে। তা হলে তেলেঙ্গানা হবে ভারতের ২৯তম রাজ্য।
২০১৩ সালের জুলাইয়ে কংগ্রেস পার্টি দক্ষিণ অন্ধ্রপ্রদেশকে বিভক্ত করে তেলেঙ্গানা নামে নতুন রাজ্য করার ঘোষণা দেয়। দলের এই সিদ্ধান্তের জন্যই তিনি সোনিয়াকে ধন্যবাদ দিতে চান। সোনিয়ার নামেই এই মন্দিরের নামকরণ করা হবে বলেও জানান তিনি। অন্ধ্রপ্রদেশের ২৩টি জেলার মধ্যে ১০টি নিয়ে তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হচ্ছে। এর মধ্যে হায়দ্রাবাদও পড়বে। এ রাজ্যের মোট জনসংখ্যা তিন কোটি ৫০ লাখ। এটি ভারতের ষষ্ঠ বৃহত্তম নগর। শংকর বলেন, তেলেঙ্গানাকে একটি আলাদা রাজ্য হিসেবে দেখার আমাদের কয়েক দশকের পুরনো স্বপ্ন পূরণ করতে সোনিয়া গান্ধী ঐতিহাসিক ভূমিকা রেখেছেন। এজন্য এভাবে আমরা তাকে ধন্যবাদ জানাতে চাই। আমি আশা করি মন্দিরটি জনপ্রিয়তা লাভ করবে এবং সোনিয়া গান্ধীর জন্য প্রার্থনা নিয়ে এখানে লোকজন আসবেন। স্থানীয় শিল্পীরা সোনিয়ার মূর্তিটি তৈরি করছেন। মূর্তির এক হাতে অঙ্কুর এবং অন্য হাতে এক গামলা ফল ধরা থাকবে। নতুন রাজ্য হিসেবে নাম ঘোষণা করার চূড়ান্ত বিষয়টি এখন দেশটির সংসদের ওপর নির্ভর করছে। ২৬ জানুয়ারির মধ্যে রাজ্য সমাবেশে এ ব্যাপারে অবশ্যই একটি রেজ্যুলেশন পাস হতে হবে। তা হলে তেলেঙ্গানা হবে ভারতের ২৯তম রাজ্য।
No comments