বাংলাদেশে গণতন্ত্রের মৃত্যু হয়েছে
ফিন্যান্সিয়াল টাইমসকে খালেদা |
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, 'বাংলাদেশে এ মুহূর্তে গণতন্ত্র
নেই। গণতন্ত্র এখন মৃত।' তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা
'অবৈধভাবে' ক্ষমতা আঁকড়ে আছেন এবং একটা একদলীয় রাষ্ট্রের গোড়াপত্তন
করতে যাচ্ছেন। ব্রিটেনের অর্থনীতিবিষয়ক প্রভাবশালী সংবাদপত্র ফিন্যান্সিয়াল
টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ঢাকায় নিজ বাসভবনে
দেওয়া সাক্ষাৎকারে খালেদা জিয়া আরও বলেন, 'আমরা চাই যথা শিগগির সম্ভব একটি
অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন।'
ফিন্যান্সিয়াল টাইমসের সাংবাদিক ভিক্টর ম্যালেট ও জোসেফ অ্যালচিন বিএনপি নেত্রীর এই সাক্ষাৎকার নেন। বুধবার "ডেমোক্রেসি ইজ 'ডেড' সেজ বাংলাদেশ অপজিশন লিডার" শিরোনামে সাক্ষাৎকারটি ফিন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত হয়। এতে বলা হয়, প্রয়াত জেনারেল জিয়াউর রহমানের বিধবা স্ত্রী ৬৮ বছর বয়সী খালেদা জিয়া তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। ১৯৮১ সালে সামরিক অভ্যুত্থানে নিহত হওয়ার আগে জিয়াউর রহমানও ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি। কিন্তু তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনাকে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা এবং নির্বাচন বিলম্বিত করতে রাজি করাতে না পেরে এখন ডিফেন্সিভ বা আত্মরক্ষামূলক অবস্থানে। তবে নিজে সামরিকভাবে গৃহবন্দি, পুলিশ কর্তৃক দলীয় কার্যালয় বন্ধ এবং দলের নেতারা কারাবন্দি কিংবা আত্মগোপনে যেতে বাধ্য হওয়ার প্রেক্ষাপটে টানা হরতাল ডাকার যৌক্তিকতা তুলে ধরেন খালেদা জিয়া। তিনি বলেছেন, বিএনপির সামনে এখন এটাই একমাত্র সহজলভ্য কর্মসূচি। তিনি বলেন, 'আমরা অন্য কোনো কর্মসূচি পালন করতে পারি না। এটাই (হরতাল) অত্যন্ত ভালো এবং অত্যন্ত কার্যকর কর্মসূচি। কারণ, জনগণ এ কর্মসূচিতে আমাদের সঙ্গে অংশ নিচ্ছে।'
ফিন্যান্সিয়াল টাইমস বলছে, মাসের পর মাস হরতালে বাংলাদেশের সবচেয়ে বড় রফতানিকারক তৈরি পোশাক মালিকরা উদ্বিগ্ন, বিশেষ করে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারছেন না। কিন্তু খালেদা জিয়া বলেন, প্রায় চার হাজার বিএনপি সমর্থককে গ্রেফতার এবং প্রায় ২০০ সমর্থককে অপহরণ ও 'গুম' করার পর তার সামনে এখন দেওয়ার মতো অন্য কোনো কর্মসূচি নেই। নিখোঁজ সমর্থকদের বিষয়ে তিনি বলেন, 'তারা জেলেও নেই। আত্মগোপনেও নেই। পুলিশ তাদের ধরে নিয়ে গেছে। এর পর থেকে তাদের আর কোনো খোঁজ নেই। আওয়ামী লীগ বহুদলীয় গণতন্ত্র বিশ্বাস করে না। তারা এখন একদলীয় ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে।' আওয়ামী লীগকে 'সন্ত্রাসী' বলেও অভিহিত করেন খালেদা জিয়া (গত সোমবার শেখ হাসিনাও বিএনপিকে একই বিশেষণে আখ্যায়িত করেন)।
সাক্ষাৎকারে খালেদা জিয়া আরও বলেন, 'তিনি (শেখ হাসিনা) যতদিন ক্ষমতায় থাকবেন, ততদিনই অবৈধভাবে থাকবেন। তারা এ দেশটাকে ধ্বংস করতে চাইছে। হাসিনা এ দেশটা ধ্বংস করতে চাচ্ছেন। হাসিনা নিজে ও তার পরিবার...' (এ দেশ ধ্বংস করতে চাইছেন)।
বাংলাদেশের জন্য পারিবারিক রাজনীতি থেকে বেরিয়ে আসার এটাই সেরা সময় নয় কি_ এমন প্রশ্নের জবাবে খালেদা জিয়া বলেন, তার লন্ডনে থাকা পুত্র তারেক রহমান বিএনপির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি নিজেও অনিচ্ছাসত্ত্বেও রাজনীতিতে আসতে বাধ্য হয়েছেন। তিনি বলেন, 'রাজনীতিতে আসার আগ্রহ আমার ছিল না। দলের নেতাকর্মীরা আমাকে রাজনীতিতে নিয়ে এসেছেন। রাজনীতিতে এসে আমি অনেক জটিল পরিস্থিতির মুখোমুখি হয়েছি। কিন্তু জনগণ এবং দলীয় কর্মীরা আমাকে ভালোবাসেন।'
ফিন্যান্সিয়াল টাইমসের সাংবাদিক ভিক্টর ম্যালেট ও জোসেফ অ্যালচিন বিএনপি নেত্রীর এই সাক্ষাৎকার নেন। বুধবার "ডেমোক্রেসি ইজ 'ডেড' সেজ বাংলাদেশ অপজিশন লিডার" শিরোনামে সাক্ষাৎকারটি ফিন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত হয়। এতে বলা হয়, প্রয়াত জেনারেল জিয়াউর রহমানের বিধবা স্ত্রী ৬৮ বছর বয়সী খালেদা জিয়া তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। ১৯৮১ সালে সামরিক অভ্যুত্থানে নিহত হওয়ার আগে জিয়াউর রহমানও ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি। কিন্তু তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনাকে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা এবং নির্বাচন বিলম্বিত করতে রাজি করাতে না পেরে এখন ডিফেন্সিভ বা আত্মরক্ষামূলক অবস্থানে। তবে নিজে সামরিকভাবে গৃহবন্দি, পুলিশ কর্তৃক দলীয় কার্যালয় বন্ধ এবং দলের নেতারা কারাবন্দি কিংবা আত্মগোপনে যেতে বাধ্য হওয়ার প্রেক্ষাপটে টানা হরতাল ডাকার যৌক্তিকতা তুলে ধরেন খালেদা জিয়া। তিনি বলেছেন, বিএনপির সামনে এখন এটাই একমাত্র সহজলভ্য কর্মসূচি। তিনি বলেন, 'আমরা অন্য কোনো কর্মসূচি পালন করতে পারি না। এটাই (হরতাল) অত্যন্ত ভালো এবং অত্যন্ত কার্যকর কর্মসূচি। কারণ, জনগণ এ কর্মসূচিতে আমাদের সঙ্গে অংশ নিচ্ছে।'
ফিন্যান্সিয়াল টাইমস বলছে, মাসের পর মাস হরতালে বাংলাদেশের সবচেয়ে বড় রফতানিকারক তৈরি পোশাক মালিকরা উদ্বিগ্ন, বিশেষ করে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারছেন না। কিন্তু খালেদা জিয়া বলেন, প্রায় চার হাজার বিএনপি সমর্থককে গ্রেফতার এবং প্রায় ২০০ সমর্থককে অপহরণ ও 'গুম' করার পর তার সামনে এখন দেওয়ার মতো অন্য কোনো কর্মসূচি নেই। নিখোঁজ সমর্থকদের বিষয়ে তিনি বলেন, 'তারা জেলেও নেই। আত্মগোপনেও নেই। পুলিশ তাদের ধরে নিয়ে গেছে। এর পর থেকে তাদের আর কোনো খোঁজ নেই। আওয়ামী লীগ বহুদলীয় গণতন্ত্র বিশ্বাস করে না। তারা এখন একদলীয় ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে।' আওয়ামী লীগকে 'সন্ত্রাসী' বলেও অভিহিত করেন খালেদা জিয়া (গত সোমবার শেখ হাসিনাও বিএনপিকে একই বিশেষণে আখ্যায়িত করেন)।
সাক্ষাৎকারে খালেদা জিয়া আরও বলেন, 'তিনি (শেখ হাসিনা) যতদিন ক্ষমতায় থাকবেন, ততদিনই অবৈধভাবে থাকবেন। তারা এ দেশটাকে ধ্বংস করতে চাইছে। হাসিনা এ দেশটা ধ্বংস করতে চাচ্ছেন। হাসিনা নিজে ও তার পরিবার...' (এ দেশ ধ্বংস করতে চাইছেন)।
বাংলাদেশের জন্য পারিবারিক রাজনীতি থেকে বেরিয়ে আসার এটাই সেরা সময় নয় কি_ এমন প্রশ্নের জবাবে খালেদা জিয়া বলেন, তার লন্ডনে থাকা পুত্র তারেক রহমান বিএনপির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি নিজেও অনিচ্ছাসত্ত্বেও রাজনীতিতে আসতে বাধ্য হয়েছেন। তিনি বলেন, 'রাজনীতিতে আসার আগ্রহ আমার ছিল না। দলের নেতাকর্মীরা আমাকে রাজনীতিতে নিয়ে এসেছেন। রাজনীতিতে এসে আমি অনেক জটিল পরিস্থিতির মুখোমুখি হয়েছি। কিন্তু জনগণ এবং দলীয় কর্মীরা আমাকে ভালোবাসেন।'
No comments